মহঃ নুর হোসেন জমাদার 

 তোমাকে চিনেছি ভোটের সময় 
 দরদ ভরা মন 
 
 অচেনা কত শ্রমিক মজুরকে 
 করে ছিলে আপন 

 তোমায় চিনেছিলাম অনেকের মাঝে 
 বলেছিলে প্রাণের কথা 

 বুঝেছিলে তুমি মানুষের দুঃখ 
 আর হৃদয়ের ব্যাথা  

 এসেছিলে তুমি মোদের বাড়ি 
 পরম বন্ধু সেজে 

 দিয়েছিলে তুমি কত কথা 
 বিদায় কালের শেষে 

 আজ বহু দিন  হল বন্ধু 
 ভোট যুদ্ধের ইতি 

 তোমার প্রতিশ্রুতি আজ আমার 
 কেবল জীবন স্মৃতি |


           কবিতা,