কৃষানু ঘোষ।
এমন একজন মহান মানুষ
কিন্তু কে? বড়ো জানতে ইচ্ছে করে,
জানো না সে কে?
উনি শ্রেষ্ঠ এক কবি,,
না না শুধু কবি নয় ভালো গান গাইতেন তিনি।
খালি গান গাইতেন না,
দুই দেশকে সম মর্যাদা দিয়ে
দু - দেশের বৈচিত্র্যকে অখন্ড রেখেছেন ওই এক জনই।
জানো না সে কে?
শুধু তাই নয় হিন্দু - মুসলিম কে
এক সূত্রে বাঁধার জন্য চালু করেছিলেন রাখী।
কবি শব্দ শুনতে পেলে
প্রথমেই যাকে মনের মধ্যে আঁকি।।
গীতাঞ্জলি কাব্য লিখে নোবেল পেলেন যিনি,
স্মরণে রেখো নাইট উপাধি ত্যাগ করেছেন একমাত্র তিনি।
জানো না সে কে?
সমগ্র বিশ্বের কাছে আজও সে খ্যাতি!
কবিগুরু নামে আমাদের কাছে এখনও পরিচিতি
জানো না সে কে?
0 Comments