বিভাগ -কবিতা। 

 শিরোনামে-এ কেমন মা গো তুমি ? 

কলমে-টাইফুন,প্রনব চৌধুরী। 

 এ কেমন মাগো তুমি জন্মেও শুনি নাই | 

সাশ্তানরা কাঁদে ক্ষিদের জ্বালায় তখন তুমি খেয়ে রাজভোগ দিবা নিদ্রা যাও | 

 এ কেমন মাগো তুমি সাত সন্তানের জননী | 

শিক্ষক ছেলে তোমার রাস্তায় ঘোরে তার কথা একটি বার কানে তোলোনি | 

 এ কেমন মাগো তুমি শুনলে নাতো তাদের কথা | 

উপরন্তু তোমার ছোট ছেলে দিয়ে দেওয়ালে মার যেথায় খুশি সেথা | 

 ছোট ছেলে তোমার বড়ই আদরের দিয়ে বেশী আদর | 

দেখবে একদিন সেই ছেলেই তোমার গলায় জড়াবে দিয়ে চাদর | 

 এ কেমন মাগো তুমি তোমার এইরূপ আচরন | 

শিক্ষক, শিক্ষাকর্মী, উকিল, ডাক্তার ও কৃষক ছেলেদের সংগে করো বিরূপ আচরন |

 এ কেমন মাগো তুমি কাউকে রাখো কোলে | 

কাউকে আবার দাও ছুঁড়ে উঁচু থেকে ভূতলে | এ

 কেমন মাগো তুমি ভালোবাসো তুমি তোমার রকবাজ,ঠক ও চোর ছেলেকে | 

দাপিয়ে বেড়ায় গোটা পাড়া করে অনিষ্ট গ্রামবাসী দের কে | 

 মাছের মা বললেও হবে ভুল তবুও সে কিছু সময় করে তাদের লালন পালন | 

তুমিতো আছো মাগো তোমাতেই তুমি যেমন |