ইতিহাসের কোনো বিদগ্ধ ক্ষত 
 আর অলিখিত মিমাংসা ।
মহাভয়ানক এ জাতির জন্য 
 কেবল বাড়ায় হিংসা 
 সারা বিশ্বের উগ্র ইতিহাস 
 এ জীবনের অভিশাপ ,
ইতিহাসে ক্ষুদ্র কোনো দেনার 
 বাড়ে অনেক লাভ । 
 
রাজনীতির এক দুর্দান্ত খোরাক 
 ঠিক যেনো মাছের টোপ । 
 ইতিহাস তুমি  যজ্ঞের ঘী 
 কখনও শান্তির কোপ । 
 তুমিও সমান দোষের দোষী 
 অথবা ক্ষমাহীন পাপী। 
 তোমার পাপের বিচার যেনো হয় 
 এই আমার দাবী |
 

0 Comments