আই বি এন বাংলা
----
আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সেবক এর নাম শুনে থাকি,যাঁদের কৃতিত্বের জন্যই 'সমাজ(সৎ মানুষের জগৎ)' নামক শব্দটি তার নামের সার্থকতা ফিরে পায়।
এই শ্রেণীর মানুষের পঞ্জিকরণে পন্ডিত 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'এঁর নাম স্বর্ণাক্ষরে নথিভুক্ত রয়েছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই।তিনি নিজে সুপ্রতিষ্ঠিত হয়েও আর পাঁচটা মানুষের মতো সমাজের অসহায় লোকেদের ভুলে যান নি।তিনি বিভিন্ন ভাবে সমাজের বঞ্চিত মানুষদেরকে সহযোগিতা করেছেন,বিশেষ করে নারী শিক্ষার জন্য ৩৫ টি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন,তিনি অনেক প্রচেষ্টা করে বিধবা বিবাহ আইন চালু করেন।এই অবদান দুটি বাংলার মানুষ তথা ভারতের মানুষ ভুলতে পারবে না।
তিনি দরিদ্রদের অনুভূতি বুঝতেন এবং তাদের দুঃখে তাঁর চোখ দুটি অশ্রুতে ভোরে যেত,বিভিন্ন সময়ে তিনি বস্ত্র বিতরণ করতেন।তিনি সর্বদা মনে করতেন, মানুষের সেবা করার মত ভালো কাজ আর কিছুই নেই এবং তিনি বলতেন 'চোখের সামনে মানুষ অনাহারে মরবে;ব্যাধি,জরা, মহামারিতে গ্রাম উজাড় হয়ে যাবে;আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে এমন ইচ্ছা আমার নেই,আমার ভগবান আছেন মাটির এই পৃথিবীতে'।
এরকম কোমল হৃদয়ের মানুষ পাওয়া খুবই মুশকিল।
অর্থাৎ আমরা বলতেই পারি সমাজ সেবায় তেনার অবদান অপরিসীম।
0 Comments