( নবম শ্রেণী,পঞ্চগ্রাম হাই স্কুল) 
 তারায় তারায় স্বপ্ন একে,
 যদি পারতাম জীবনটাকে বদলে দিতে ।
 পরিবেশের চর্চা ছেড়ে দিয়ে
 বিজ্ঞান এর দিকে                                     দাঁড়াতে গিয়ে।
 ফিরে পেলাম না জীবন টাকে সত্যি করে। 
       
আকাশের নিচে দাঁড়িয়ে আমি । 
 একা আমি প্রশ্ন করি ।
 সবাই দিচ্ছে কেন আকাশ পাড়ি। 
 এই ভুবনে থেকে মজা ভাবছে কেন ? 
অন্য জগতের কথা। 
 যাবনা আমি ভুবন ছেড়ে থাকতে পারব না 
বাংলায় না         থেকে।
 


0 Comments