মহীয়সী রোকেয়া দিবসে শ্রদ্ধাঞ্জলি।। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে ভারতীয় নবজাগরণ ও নারীমুক্তি আন্দোলনের বলিষ্ঠ প্রতিনিধি মহীয়সী রোকেয়া সাখায়াত হোসেনের ১২০ তম জন্মদিবস ৮৮ তম প্রয়াণ দিবসে আজ সকাল সাত টায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুর্ব মেদিনীপুর জেলার মেছেদা র বিদ্যাসাগর হলে এই অনুষ্ঠান সম্পন্ন হলো,
ডা: বিশ্বনাথ পড়িয়া ডা: কালী শংকর পাত্র, অধ্যাপিকা অনুরুপা দাস , বিশিষ্ট সমাজসেবী রঞ্জন রায় সহ বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এই সংগ্রামী মানবতাবাদী নারীর জীবন- সংগ্রামের নানান দিক প্রবন্ধ পাঠ ও আলোচনার মাধ্যমে উদ্ভাসিত হয়। রামমোহন,
বিদ্যাসাগরের প্রানপন প্রচেষ্টায় গড়ে ওঠা ভারতীয় নবজাগরণের চিন্তা-চেতনায় আলোকপ্রাপ্ত এই মহীয়সী অর্ধেক আকাশ নারী জাতির উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানান, "ভগিনীগণ !
চক্ষু রগড়াইয়া জাগিয়া উঠুন বল মা, আমরা পণ্য নই ।
.......সকলে সমস্বরে বল আমরা মানুষ"। দুঃখের হলেও এ কথা অস্বীকার করার উপায় নেই যে, তাহার মৃত্যুর এতগুলি বছর পেরিয়েও আমরা এমন একটা সমাজ রচনা করতে পারিনি যেখানে নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে মানুষ হিসেবে দেখা হবে।
আজকের সমাজে নারী হল বাজারের পণ্য , ভোগের সামগ্রী ,যৌন লালসা মেটানোর উপকরণ ,
। 'রকেয়া দিবস' এই অপ্রিয় সত্যের সামনে আমাদের টেনে এনে দাঁড় করায় বারে বারে।
0 Comments