পঞ্চগ্রাম হাই স্কুল,
ধরতে কলম বলতে শরম
কি বলে যে হাই
জন্মভূমি ভারত ছেড়ে কোথায় যে যায়
মুসলিমরা কাঠগড়াতে দাঁড়ায়,
আইন-বিধি সবই তোমাদের হাতে
শান্তিতে বাঁচতে দাও,
মোদেরকে
সাধারণ মানুষ না জানি পড়তে
যায় মাঠে-ঘাটে খাই খেটে
আইন ছড়া নিয়েই খেলা
কোর্টের সামনে মোদের মেলা
কেটে যায়
সাধারণ মানুষের বেলা
ভারত ছেড়ে যে বলে পালা ।
0 Comments