যে জগতে এ এসে পড়ি,
সেই জগত কেমনে ছাড়ি।
বল সংবিধান তাড়াতাড়ি
কেন মোরা মানব-মানবী বিরোধ করি।
এক মাঠে বাস এক
কোদালে চাষ
কি করে
ডিটেনশন ক্যাম্পে থাকা যাক।
এই বিধান তুমি সরিয়ে নাও
স্বাধীনভাবে বাঁচতে দাও।
দেশের ভবিষ্যৎ তাদের কেন
এই প্রতিরোধ
থাকবে না
তুমি সারা জীবন
তাহলে করছো কেন
এমন
স্বাধীন জীবন ফিরিয়ে দাও এখন ।
0 Comments