উতল হাওয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমি গৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি আলোক সরকার স্মারক পুরস্কার দেওয়া হল কবি তৈমুর খানকে।
উতল হাওয়া সাহিত্য-সংস্কৃতির একটি প্রতিষ্ঠান যা ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
পুরস্কার তুলে দিলেন কবি মৃণাল বসুচৌধুরী ও উতল হাওয়ার মূল কর্ণধার উল্লাস চট্টোপাধ্যায়।
স্মারক, উত্তরীয়, শাল, হাতের নকশা তোলা অতুলনীয় কারুকাজ মা ও শিশুর ছবি, অন্য আর একটি রঙিন চাদর, মানিব্যাগ এবং ফুল ও মিষ্টি তুলে দেন।
মঞ্চে উপবিষ্ট ছিলেন কবি পবিত্র মুখোপাধ্যায়, সুবোধ সরকার, অজিত বাইরী, নমিতা চৌধুরী, ফাল্গুনী ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, সুমিতাভ ঘোষাল, নূপুর মুখার্জি, পিনাকী রায়, রমা রায়হালদার, নাসির ওয়াদেন প্রমুখ কবিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ও পরিচালনার দায়িত্বে ছিলেন উতল হাওয়ার মূল কর্ণধার উল্লাস চট্টোপাধ্যায়।
তিনি জানান, আমরা তৈমুর খানের মতো কবিকে সম্মানিত করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
উতল হাওয়া'র পক্ষ থেকে কবি তৈমুর খানের হাতে স্মারক পুরস্কার তুলে দেন মৃণাল বসুচৌধুরী ও পবিত্র মুখোপাধ্যায় এবং উল্লাস চট্টোপাধ্যায়।
0 Comments