যেন ধূমকেতুর মত,
ভক্তের জীবনের নেশা
ইতিহাসের রক্তাক্ত পাতায়,
দেবদূতের বাণী ঘুমিয়ে আছে
মসজিদ মন্দির কিংবা গির্জার তাকে|
অমানুষ আজ ক্ষুধার্ত রক্তের স্বাদে,
আমি দেখি অশ্রুজলের ধারা |
চারিদিকে বিবেক হীন হৃদয়,
আমি শুনি ঘুমন্ত শিশুর অস্পষ্ট কান্না
আমি দেখি সত্যের রাজ্যে মিথ্যুক রাজা |
0 Comments