বয়স আমার অনেক হলো
সংখ্যাই সেটা আজ দুই শত ষোলো
জড়বস্তু বলে পরিচিত আমি
কেউ দিলো না আমার কাজের কদর।
কয়লা দিয়ে জীবনের সূচনা আমার
চলছি এখন বিদ্যুৎ ডিজেলে।
পরিশ্রমের কথা,
বুঝবে কি করে আমার সাথে না মিশলে।
গরিব কষ্টে সুখে ধনী ভ্রমণ করে
অর্থ বিনিময়ের কৌশলে
গরিবের দুঃখে দুঃখিত হয়ে
কান্না প্রকাশ করে যায় হুইসেল,
0 Comments