------হ্যাঁ, প্রতিটি ধর্মই তো বলে মানব সেবার কথা তাহলে ধর্মীয় অনুষ্ঠানে মানব সেবা নয় কেন?
আপনি একবার ভাবুন তো,মানব সেবার মাধ্যমে কি ধর্মের মূল বিষয়গুলি ফুটে ওঠে না?প্রতিটি ধর্মই বলে জাতি,ধর্ম ,বর্ণ নির্বিশেষে মানুষকে ভালো বাসতে হবে।
এটা মনে রাখা উচিৎ যাঁরা ধার্মিক তারা কখনও কোনো মানুষের মনে দুঃখ দিতে পারেন না,তিনি যেকোনো ধর্মেরই হন না কেন।
তাই ধার্মিক হতে গেলে মানব সেবার সাথে সাথে ধর্মীয় কাজ করা উচিৎ।বর্তমানে বেশীর ভাগ জাগায় যেকোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আড়ম্বরপূর্ণ, যদিও কিছু জাগায় 'আড়ম্বর' শব্দটিকে পাত্তাই দেওয়া হয় না বরং ওই অতিরিক্ত খরচে মানব সেবা করা হচ্ছে বিভিন্ন ভাবে যেমন স্বাস্থ্য পরীক্ষা, বস্ত্র বিতরণ,পড়াশুনার সামগ্রী প্রদান,খাদ্য সামগ্রী প্রদান ইত্যাদী।
এটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পজিটিভ চিন্তাভাবনা,তাই আমাদেরকে আরো বেশি করে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে মানব সেবা করতে হবে।
তাই আজ থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে এই ধরণের কাজ করার,আশা করি আমরা এই ধরণের কাজ করে যাবো।
0 Comments