আমি   আকাশে-বাতাসে-পাতালে ,
সবখানে আছি...........
নক্ষত্রে-বজ্রে-ধূমকেতু-দাবানলে ।
সুড়ঙ্গে ওৎপেতে লাভার আঁচলে থাকি,
'বাড়বাগ্নি' জলে ।
_________________________________
কতোনা করেছি বজ্রের কশাঘাত
মাটিকে কাঁপিয়েছি কতো উল্কা পাতে ।
আমার 'হল্কা' দেখে,' ------
মূর্চ্ছিতা হয়েছে আমাজন।
কতোবার জ্বালিয়েছি----
আফ্রিকার বন।
________________________________
আমার অন্যান্য মুখ -ও কিছু আছেঃ
সান্ধ্যবেলা সোজা ঢুকি প্রদীপের ঘরে ।
প্রেমের আরতি হই , প্রেয়সীর মনে ।
প্রায়- ই ধূপের গলা আলিঙ্গনে বাঁধি।
কখনো কখনো নিজে একান্তেই কাঁদিঃ
যখন জহর - ব্রতে কেউ ঝাঁপ দিয়ে 
আমাকে বানিয়ে দেয় বেদনায় নীল।
_______________________________
সে যাই হোক .......
এ - যাবৎ এ - জগৎ .......
মোটামুটি ঠিকঠাক - ই ছিল ।
শুধু ক - টা দুষ্ট লোক দেশলাই ঠুকে 
হটাৎ আমার জিঘাংসার কাঁচা ঘুম 
স্ফুলিঙ্গের এক ধাক্কায় ভেঙে দিল ।
সেই থেকে বুভুক্ষু আমি লেলিহান
কত সাম্রাজ্যের মুখ পোড়ালাম।
________________________________
'হিংসা ' হল আমার বাহন 
 'দাঙ্গা ' হলো প্রকাশ্য ইন্ধন ।
দিলাম হুঙ্কার ছেড়ে ক্রুসেডের মাঠে।
বিছিয়ে দিলাম ছাই 'ট্রয়' নগরী তে।
হাজার হার্মাদ -বর্গী -মগ - শক-  হুন - আমার  উনুন থেকে নিয়েছে আগুন।
এভাবেই লোভ আর নিধন লিপ্সা তে -
ব্যবহৃত আমি অগ্নিসংযোগের হাতে।
_________________________________
আর ,এভাবেই দেশ থেকে দেশান্তরে
আমার লালসার যাওয়া- আসা.....
তখনই রয়েছি চীনে-পাকিস্তানে-বার্মা তে তখনই গোধরা ঘুরে হাজির দিল্লিতে।
_________________________________
আমাকে তোমরা মিছে দোষ দাও,
আমি কিন্তু দোষী নই ভাই........
আমাকে   জ্বালালে আমি  জ্বলি
পালাতে বললে পালাই ।। 
                 🍂সমাপ্ত🍂