আজ,
পৃথিবীর __
দিকে -দিকে 'করোণা'র ভয়!
সবকিছু ভেঙে-চুরে'
ঝোড়ো -হাওয়া বয়!
বিধাতার 'সেরা- সৃষ্টি',
বিজ্ঞানের কৃপা -দৃষ্টি__
যার ওপরে রয় ;
নাজেহাল তার হাল__
গোটা বিশ্বময়!
________________
দেখে' যাও চীন -দেশে,
ইরান -ইতালি-স্পেন 
অশ্রুর বন্যায় গেলো ভেসে'!
এমন ঘর -ও পাবে__
কবরের মতো !
ভেতরের মানুষের
প্রাণ বহির্গত !
কাঁদবার লোক নেই।
সৎকার করবার __
জায়গাও নেই !
এক __
অদ্ভুত সময় শুধু
এলো কাঁদাতেই!
_______________
আছি__
মৃত্যুর খাদের পাশে,
যেন __
সার -দিয়ে দাঁড়িয়ে সবাই ।
আমার দেশের 'আমি',
তোমার দেশের 'তুমি',
ভয়ে 'ঐক্যবদ্ধ' হয়ে যাই!
যেন __
সাত -সমুদ্র -তেরো- নদী,
মেরু -মরু -পর্বত-প্রান্তর,
দেশ আর সীমানা'র বেড়া,
প্রত্যেকেই সমব্যথী ---
সবাই দোসর !
__________________
অথচ ----
ক'টা-দিন আগেও তো ছিল--
যুদ্ধ-বাজদের হুঁশিয়ারি!
মানবাধিকার কেড়ে নিয়ে-
দাঙ্গাবাজদের বাড়াবাড়ি! 
করোনা'র তাড়া খেয়ে__
কুনো -ব্যাঙ হয়ে নিলো ঠাঁই?
খবরের কাগজেও তাই
নারী -পাচার ,বলাৎকার নাই!
___________________
তবে তো ভালোই হলো---
যদিও মন্দের ভালো।
বলা-ই বাহুল্য তবু ,
আমি--
শোনাতেই পারি;
করোনা'র পরাজয়---
হোক তাড়াতাড়ি!
আর __
বিশ্ব -জনগণ-মন, 
ঐক্যে বেঁচে থাক!
যতো__
সীমান্তের বিভেদের
বেড়া ঘুচে যাক!
     ।। সমাপ্ত।।