এই--- 
আমি আজ শুধু পোড়া ছাই।
সেই---
ধূপকাঠি আমি আর নাই।
যা -দেবার বিলিয়ে দিলাম---
যা -পাবার পেলাম সেটাই।।
__________________
আমার-এ অবশেষ খানি।
কোনো দাম পাবে না তা' জানি।
তোমার সোনার ধূপদানী
দেবেনা এক তিল-ও ঠাঁই।।
 _________________
একা -একা ভালবেসে গেছি।
প্রেমকে আগুন বানিয়েছি।
পুড়বো ব'লেই-তো পুড়েছি--
যা -হবার হ'য়ে গেছে তাই।।
      ।। সমাপ্ত।।