।।গানের কথা ।।
ও বেহুলা ! আবার জাগো !
সাজাও তোমার ভেলা!
তোমার ---
এই বাংলাকে
'কালে' খেয়ে গেছে ---
দিন -দুপুর -বেলা !!
বাসর জেগেছো তবু ,
নাগিনী খুব সেয়ানা !
ছোবল দেবার তার---
সুযোগ-টা ছিলো জানা ।
ধর্ম-বেশিনী --
সাপিনীরা জানে
সিঁদুর -মোছার খেলা !
(তোমার --
এই বাংলাকে
'কালে' খেয়ে গেছে--
দিন -দুপুর -বেলা !! )
তোমার--
দু - চোখের জলে
দেখি তোমার --
দু -টুকরো বাংলা -কে !
দেখবো কখন
সে - জলে ভাসাও --
মাঝখানে বেড়াটা-কে।।
দেবতার সম্মুখে
নুপুরের ঝঙ্কারে ।---
চলুক জয়ধ্বনি--
হাততালি বারেবারে!!
মরা -বাংলাকে
আজ জোড়া দিয়ে--
তাক -লাগাও একেলা !
(তোমার---
এই বাংলা-কে
'কালে' খেয়ে গেছে--
দিন - দুপুর - বেলা !! )
।। সমাপ্ত।।
0 Comments