হে স্রষ্টা ! তুমি মর্ত্যের কর্তা
তুমি অন্তর্যামী ;
বিচার দিনের, ত্রিভুবনের
তুমিই কল্যানকামী ।
তুমি রাজাধিরাজ, সকলের তাজ, 
বিশ্ব চরাচরের মূল ;
তোমার স্মরনে , শয়ন-স্বপনে,
থাকি যেন মশগুল ।
সত্যের দিশারী, দাও হুঁশিয়ারি 
তোমায় না ভুলি ;
দাও পথ গড়ে, সারা জীবন ধরে,
সেই পথেই চলি !
চলার পথে, ভুল ত্রুটি হতে,
সংযত রেখো মোরে ;
পাপী আমি, জানো তুমি
দয়াময় দিও ক্ষমা করে !