বাবু হক,হাওড়া

হাওড়া জেলার জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পারবাক্সীর চিরনবীন,ড্রাগ ডি অ্যাডিকসান সেন্টারের  আয়োজনে,ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের আর্থিক সহাযোগিতায় ও বাগনান থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর শান্তি সংঘের ব্যাবস্হাপনায় ও ভবনে, আজকে পনেরো জানুয়ারি শুক্রবার বিকেলে কয়েক ঘণ্টার মাদক বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবির পরিচালনা করেন সেন্টারের প্রকল্প আধিকারিক নির্মল জানা। এছাড়াও অতিথি, আলোচক ছিলেন পর্যায়ক্রমে সমাজকর্মী জনাব সেখ সেলিমুল আলম,ডাঃ জগবন্ধু রায়, ইরকা প্রকল্পের কো অডিনেটর বিশ্বজিৎ শাসমল, হোম সুপার সুব্রত মান্না, সংঘের সভাপতি ও সহ সভাপতি ভাষ্কর হাজরা ও চঞ্চল চক্রবর্ত্তী,কাউন্সিলর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্রচার করা হয়। মাদক বিরোধী সচেতনতা শিবিরে অংশ গ্রহণ করে প্রায় পঞ্চাশের অধিক এলাকাবাসী। উপস্থিত সকলকে মাক্স ও সচেতনতা মূলক প্রচার পত্র দেওয়া হয়। নভেল কোরনার সকল প্রকার বিধিনিষেধ মেনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। নেশা বা মাদকশক্তি, নেশা বা মাদকদ্রব্য ব্যবহার করলে কি হয়,কি ভাবে বুঝতে পারবেন যে সেই মানুষটি নেশাগ্রস্ত, মাদক কি ভাবে গ্রহন করে, নেশার বা মাদকদ্রব্য নাম,ব্যবহার করে কারা,কারণ কি, পরিবার সমাজের এতে লাভ বা ক্ষতি কি, করা কুচক্রী,কি ভাবে সরবরাহ করা হয়, আইনে কি বলা আছে, আপনি আপনারা কি করবেন, ভর্তি করার জন্য কি পুলিশ ধরতে পারে,কত খরচ লাগবে, ভর্তির কথা অন্য লোককে বলে দেওয়া হয়, পুর্নবাসনের মূল দায়িত্ব করা, সমস্যা দূরীকরণে কে কে ভূমিকা পালন করতে পারে সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। নিরাবতা পালন, উদ্বোধনী সঙ্গীত ,অতিথি বরণ ও পর্যায়ক্রমে আলোচনা করা হয়।

 চিরনবীনের সাধারণ সম্পাদক তন্ময় সাউ আমাদের প্রতিনিধিকে জানান গত ঊনশো চুরানব্বি থেকে এই কার্যক্রম চলছে সচেতনতা শিবির ও ভর্তি রেখে পরিষেবা দিয়ে সমাজের মূল শ্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা।