স্বপ্ন দেখার উজান গাং
তোমাদের অনুভবে,
আর্ত সেবায় নিয়োজিত প্রাণ, ইতিহাস হয়ে রবে ।
এ দুর্দিনে তোমাদেরই চিনে
সাহসী হয়েছে যারা,
তারা নিরণ্য, তবুও ধন্য
তারা যে সর্বহারা ।
জীবনকে বাজি, রেখে তবু রাজি, এক করে দিন রাত,
সেবাই পরম ধর্ম মেনেছো
ভুলে গিয়ে জাত পা ত.।
গড, ভগবান, আল্লাই বুঝি
তোমাদেরই হাত ধরে
সবার উপরে মানুষ সত্য
দিলে তা প্রমান করে ।

এমন করেই বন্ধু তোমরা
মানুষের মাঝে থেকে
দুঃখীর দুঃখ দূর করে যাও
নিজের দুঃখ ঢেকে ।