উলুবেড়িয়ার বীরশিবপুর থেকে বোয়ালিয়া রাজ্য সড়কের হাটগাছায় সকাল 9টা থেকে চলে স্থানীয় লোকজনের পথ অবরোধ,
উল্লেখ্য গত ইংরেজি 21শে সেপ্টেম্বর হাটগাছা 2নং পঞ্চায়েতের গদাইপুর গ্ৰামের গৃহবধূ আশিকা খাতুন কে শ্বশুর বাড়ির লোকজন মেরে ঝুলিয়ে দেয় বলে মৃত আশিকার বাবার বাড়ির অভিযোগ,
গত ইংরেজি 22তারিখে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে মৃত আশিকার ময়নাতদন্ত হয়।
এবং অভিযোগ জানান মৃত আশিকার পিতা উলুবেড়িয়ার মংরাজপুরের বাসিন্দা আজিজুল থান্দার,
কিন্তু আজ পর্যন্ত কোনো অভিযুক্ত ধরা পড়েনি।
আজ সোমবার হাটগাছা মোড়ে সকাল 9টা থেকে বেশকিছু মানুষ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে,
বেশ কিছুক্ষণ পথ অবরোধের পর ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ,
প্রায় 2ঘন্টা পর আগামী 2দিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্ৰেপ্তারের আশ্বাসে অবরোধ ওঠে, এবং যান চলাচল স্বাভাবিক হয়।
0 Comments