শুক্রবার কাজোরায় সাড়ম্বরে পালিত হল আর্ট অফ লিভিং এর স্রষ্টা শ্রী শ্রী রবিশঙ্কর জি-র 66 তম জন্মদিন । অনুষ্ঠানটি হয় কাজোড়ায় বেঙ্গল আশ্রম চত্বরে । সেখানে এদিন আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি ।
এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিতরণ করা হয় বিশেষ ঔষধি কিট । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । সংস্থার এপেক্স সদস্য (বাংলা ও আসম) সুমিত বন্দ্যোপাধ্যায় জানান বেঙ্গল আশ্রম এ আর্ট অফ লিভিং ছাড়াও রোগ নিরাময় ও সুস্থ থাকার জন্য বছরভর শিবিরের ব্যবস্থা আছে ।
0 Comments