বাংলা ভাষায় সাংবাদিকতার পাঠ নিতে আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা দ্রুত বাড়ছে। উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সাংবাদিকতা বিষয়ে পড়ানো হচ্ছে। অন্যদিকে, বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক প্রভৃতি সংবাদপত্রের সংখ্যাও বিপুল। এইসব পত্রপত্রিকার সঙ্গে যুক্ত অনেকেই সাংবাদিকতা বিষয়ে প্রথাগতভাবে পড়াশোনা সুযোগ পাননি। নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও বিচার বিবেচনার ওপর নির্ভর করেই তাঁরা নিজেদের কাজ চালিয়ে যান। এঁদের অনেকেরই বক্তব্য, উপযুক্ত কোনো গাইড বুক পাওয়া গেলে তাঁরা হয়ত আরও সহজে ও দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে পারতেন। অহেতুক বা কম গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণায় ওজনে ভারী বইয়ের বদলে সহজ ও সাবলীল ভাষায় সাংবাদিকতা বিষয়ে কোনো বাংলা বই পেলে তাঁরা বিশেষভাবে উপকৃত হতেন। এতদিন এরকম বইয়ের যথেষ্ট অভাব ছিল।
এই সমস্যার কথা বিবেচনা করে বিশিষ্ট সাংবাদিক মোশারফ হোসেন সম্প্রতি এই বিষয়ে একটি বই লিখেছেন। নাম: সাংবাদিকতা প্রবেশিকা। কলকাতা থেকে প্রকাশিত প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় সাড়ে তিন দশক ধরে সাংবাদিকতা করা মোশারফ হোসেন পাঠকদের কাছে একটি পরিচিত নাম। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধক্ষেত্রে কলকাতার প্রথম সাংবাদিক হিসেবে পৌঁছে ও প্রাণের ঝুঁকি নিয়ে অসম সাহসিতার সঙ্গে দীর্ঘ দু-আড়াই সপ্তাহ যুদ্ধক্ষেত্রে থেকে নিয়মিত খবর পাঠিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছিলেন। রিপোর্টার হিসেবে আরও বহু সাফল্যের পরিচয় দিয়েছেন। আবার, সংবাদ সম্পাদনা সংক্রান্ত বিষয়ে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্ট অনেকেই স্বীকার করেন। সাহিত্যিক হিসেবেও তিনি সুপরিচিত।
সদ্য প্রকাশিত ‘সাংবাদিকতা প্রবেশিকা’য় মোশারফ হোসেনের সহলেখিকা অংশুমিত্রা মুস্তাফি। ইনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা। ছাত্রছাত্রী ও সাংবাদিকতায় আগ্রহীদের প্রয়োজনের কথা বিবেচনা করে বইটিতে মোট ১৪টি অধ্যায়ে সাংবাদিকতা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। কোনটা খবর আর কোনটা খবর নয়, খবরের ধরন, খবর সংগ্রহের উপায়, খবর ও ফিচার লেখার কৌশল, সম্পাদনা, সংবাদপত্রের পরিকাঠামো, কার্যপদ্ধতিসহ বহু কিছুই অতি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন লেখকদ্বয়। দিয়েছেন নমুনাও। আশা করা যায় বইটির দ্বারা অনেকেই উপকৃত হবেন।
সাংবাদিকতা প্রবেশিকা। মোশারফ হোসেন ও অংশুমিত্রা মুস্তাফি। মূল্য ১৪০ টাকা। কলকাতায় প্রাপ্তিস্থান- বাঙলার মুখ প্রকাশনের বিক্রয় কেন্দ্র: ব্লক নং ১, স্টল নং ৩। কলেজ স্কোয়ার সাউথ। সূর্য সেন স্ট্রিট। কলকাতা-৭২। এছাড়াও স্পিড পোস্ট বা ক্যুরিয়র সার্ভিসের মাধ্যমেও বইটি সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে 8017485692 নম্বরে হোয়াট অ্যাপে মেসেজ পাঠাতে হবে।
0 Comments