‌পাপুড়ি, বীরভূম। 

  ।। খোকার হতাশা ।।

আমি কেন
পারিনি হ'তে
একটি ছোট ফুল। 
যে ---
অবলীলায় 
গন্ধ বিলায় ---
হাওয়ায় দোদুল্ দুল !

আমি --
হতাম যদি
রাখাল- বাঁশির
মন ভাসাবার সুর----
সাতটি ফুটোয় 
সাত রকমের 
আনন্দে ভরপুর ।

আমার ভারি
ইচ্ছে ছিলো
হই যেন এক কাঁদর ।
ছাপিয়ে দুকূল 
হব আকুল
আষাঢ়- শ্রাবণ -ভাদর ।
হলো না ভাই, 
আমি যা চাই --
হলো না এই হওয়া ।
আমার বুকে 
ফোঁপায় খালি ----
না -হওয়াদের ছোঁওয়া ।
     ।। সমাপ্ত।।