বাংলাদেশের টাংগাইল সাহিত্য সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিতে ১৬ জুন ২০২২ হয়ে গেল পশ্চিমবঙ্গের স্বনামধন্য পত্রিকা উদার আকাশের পাঠ উন্মোচন। 
বাংলাদেশের কবি, কথাসাহিত্যিক এবং পশ্চিমবঙ্গের কবি, কথাসাহিত্যিকদের লেখনীতে সমৃদ্ধ পত্রিকা উদার আকাশ,  দুদেশেই তার জনপ্রিয়তা অক্ষুন্ন রেখেছে। সম্পাদক ফারুক আহমেদের ঐকান্তিকতা প্রচেষ্টায় দীর্ঘ ২১ বছর যাবৎ নিয়মিত প্রকাশিত হচ্ছে উদার আকাশ। 
দিন দিন এর পরিধি ও বিস্তৃত হচ্ছে। দুইদেশের লেখকদের মধ্যে মেলবন্ধনের সেতু এই উদার আকাশ। 
বন্ধুত্ব ভ্রাতৃত্ব সৌহার্দ্য সহমর্মিতার প্রকাশও ঘটবে আরো জোরাল হয়ে। 
টাংগাইল শিল্প সাহিত্যের উর্বর ভূমি, উপমহাদেশের সাহিত্যের সবচেয়ে বড় উৎসব হয় এই শহরে, বন্ধুত্বের নিদর্শন হিসাবে পশ্চিমবঙ্গের শক্তিমান লেখকগণ উপস্থিত থাকেন, দুইদেশের মধ্যে সাহিত্যের আদান প্রদান ভাব বিনিময় সম্পর্ককে আরো জোরদার করে। 
উপস্থিত বক্তাগণ উদার আকাশ পত্রিকার প্রসংশা করে বলেন এর রচনা সমৃদ্ধ এবং সময়োপযোগী। 
ভবিষ্যতে বাংলাদেশের অধিক সংখ্যক লেখক এই পত্রিকায় কলম ধরবেন বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আল রুহী, বিশিষ্ট রাজনৈতিক খন্দকার নাজিম উদ্দীন, দুইদেশে সমান জনপ্রিয় এবং সত্তর দশকের অন্যতম কবি মাহমুদ কামাল, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক গোলাম আম্বিয়া।