ইমামুল ওয়াসিতিয়্যাহ, বিশ্ব মুসলিমের অভিভাবক, বিশ্ব বিখ্যাত ইসলামি স্কলার, আল্লামা ড. ইউসুফ আল কারজাভি রাহিমাহুল্লাহ ইসলাম ও ইসলামি জীবনব্যবস্থার প্রচার-প্রসারে লিখে গেছেন আজীবন। লিখেছেন আকিদা, উসুল, ফিকাহ, দাওয়াত, তারবিয়াত, ইসলামি আন্দোলনসহ বিবিধ ইসলামি বিষয় নিয়ে। লিখেছেন কবিতা এবং নাটকও; যা আমাদের সামনে কবি ও সাহিত্যিক কারযাভীর পরিচয় তুলে ধরে। উসতায কারযাভির রচনাবলির সংখ্যা প্রায় শতাধিক। পাঠকদের জ্ঞাতার্থে আমরা উসতাযের রচনাবলির একটি তালিকা তুলে ধরছি। 

(গ্রন্থগুলোর নামের ক্ষেত্রে আরবি নামের পাশাপাশি আমরা বাংলা নামও উল্লেখ করেছি। এক্ষেত্রে যে গ্রন্থগুলো বাংলায় অনূদিত হয়েছে, সেগুলো যে নামে অনূদিত হয়েছে, আমরা হুবহু সে নামই ব্যবহার করেছি। আর যেগুলো অনূদিত হয়নি, সেগুলোর ক্ষেত্রে আমরা আরবি নামকে বিবেচনায় এনে উপযোগী বাংলা নাম দেওয়ার চেষ্টা করেছি।)

☞ আকিদা:
১. আল ঈমানু ওয়াল হায়াত, বইটি ‘ঈমান ও সুখ’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ রওশন আলী। ‘আল হিকমাহ্ পাবলিকেশন্স’ বইটি প্রকাশ করেছে।
২. ওজুদুল্লাহ, ‘আল্লাহর অস্তিত্ব’
৩. হাকিকুত তাওহিদ, ‘তাওহিদের হাকিকত’ 
৪. আল ঈমানু বিল কদর, ‘তাকদিরের প্রতি ঈমান’
৫. আশ শাফায়াতু বাইনাল আকলি ওয়ান নাকলি, ‘আকল ও নকলের মানদণ্ডে শাফায়াত’

☞ উলুমুল কুরআন ও উলুমুস সুন্নাহ:
৬. আস সবরু ফিল কুরআন, ‘আল কুরআনে সবর’
৭. আল আকলু ওয়াল ইলমু ফিল কুরআনিল কারিম, ‘আল কুরআনুল কারিমে আকল ও ইলম’
৮. কাইফা নাতাআমালু মায়াল কুরআনিল আযিম, ‘কুরআনের প্রতি আমাদের আচরণবিধি’
৯. কাইফা নাতাআমালু মায়াস সুন্নাতিন নাবাবিয়্যাহ, বইটি ‘সুন্নাহর সান্নিধ্যে’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন প্রফেসর মুহাম্মদ হাসানুজ্জামান। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি)’ বইটি প্রকাশ করেছে।
১০. তাফসিরু সূরাতির রাদ, ‘সূরা রাদের তাফসির’
১১. তাফসিরু সূরাতিল হিজর, ‘সূরা হিজরের তাফসির’
১২. তাফসিরু সূরাতি ইবরাহিম, ‘সূরা ইবরাহিমের তাফসির’
১৩. তাফসিরু জুযয়ু আম্মা, ‘আমপারার তাফসির’
১৪. ফি রিহাবিস সুন্নাহ শারহু আহাদিস নাবাবিয়্যাহ, ‘সুন্নাহর প্রাঙ্গনে : হাদিসে নববির ব্যাখ্যা’
১৫. আল মাদখাল লিদিরাসাতিন সুন্নাতিন নাবাবিয়্যাহ, ‘সুন্নাতে নববির প্রথম পাঠ’
১৬. আল মুনতাকা মিনাত তারগিব ওয়াত তারহিব, ‘তারগিব ও তারহিবের নির্বাচিত অংশ’
১৭. আস সুন্নাতু মাসদারান লিল মারিফাতি ওয়াল হাজারাতি, ‘সুন্নাহ : জ্ঞান ও সভ্যতার উৎস’ 
১৮. নাহওয়া মাওসুয়াতিল হাদিসিন নাবাবি, ‘হাদিস বিশ্বকোষের অভিপ্রায়ে’
১৯. কুতুফুন দানিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, ‘কুরআন ও সুন্নাহর নির্বাচিত মুক্তোমালা’


☞ ফিকাহ ও উসুলে ফিকাহ:
২০. আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, বইটি ‘ইসলামে হালাল-হারামের বিধান’  নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম রহ.। ‘খাযরুন প্রকাশনী’ বইটি প্রকাশ করেছে।
২১. তাইসিরুল ফিকহি মুসলিম আল মুআসির (আল মুকাদ্দিমাত ওয়াল উসুল, ফিকহুল ইলম), ‘সমসাময়িক সহজ মুসলিম ফিকাহ (ভূমিকা ও মূলনীতি, জ্ঞানের ফিকাহ)’
২২. ফিকহুত তাহারাত, ‘তাহারাতের ফিকাহ’
২৩. ফিকহুস সিয়াম, ‘রোজার ফিকাহ’
২৪. ফিকহুল জিহাদ, ‘জিহাদের ফিকাহ’
২৫. ফিকহুল লাহয়ু ওয়াল তারবিহ, ‘চিত্ত বিনোদনের ফিকাহ’
২৬. ফিকহুল আকল্লিয়াত আল মুসলিমাহ, ‘সংখ্যালঘু মুসলিমদের ফিকাহ’
২৭. ফিকহুল গিনা ওয়াল মুসিকি ফি দওয়িল কিতাবি ওয়াস সুন্নাহ, ‘কুরআন ও সুন্নাহর আলোকে গান ও মিউজিকের বিধান’
২৮. মিন ফিকহিদ দাওলাহ, বইটি ‘ইসলামি রাষ্ট্রব্যবস্থা : তত্ত্ব ও প্রয়োগ’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মোহাম্মদ হাবীবুর রহমান। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি)’ বইটি প্রকাশ করেছে।
২৯. ফাতাওয়া মুআসারাহ, ‘সমসাময়িক ফতোয়া’ (৪ খণ্ড)
৩০. মিআতু সুয়ালিন আনিল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল উযহিয়্যাতি ওয়াল ঈদাইন, ‘হজ্জ, উমরা, কুরবানি ও ঈদ সম্পর্কে একশত প্রশ্ন’
৩১. আল ওতানু ওয়াল মুআতানাহ ফি দওয়িল উসুলিল আকদিয়্যাহ ওয়াল মাকাসিদিশ শারিয়াহ, ‘আকিদার মূলনীতি ও মাকাসিদুশ শারিয়াহর আলোকে রাষ্ট্র ও নাগরিকত্ব’
৩২. ফিকহুলর ওসাতিয়্যাতি ওয়াত তাজদিদ, ‘মধ্যমপন্থার ফিকাহ ও তাজদিদ’ 
৩৩. দিরাসাতুন ফি ফিকহিল মাকাসিদ, ‘ফিকহুল মাকাদিস পাঠ’
৩৪. মাকাসিদুশ শারিয়াতুল মুতাআল্লিকা বিল মাল, ‘অর্থ-সম্পদ বিষয়ক মাকাসিদুশ শরিয়াহ’
৩৫. দিয়াতুল মারআহ ফিশ শারিয়াতিল ইসলামিয়্যা নাজারাতুন ফি দওয়িন নুসুসি ওয়াল মাকাসিদ, ‘নস ও মাকাসিদের আলোকে ইসলামি শরিয়তের নারীদের রক্তপণ’
৩৬. আল ফাতাওয়া আশ শাযযাহ : মাআয়িরুহা ওয়া তাতবিকাতুহা ওয়া আসবাবুহা ওয়া কাইফা নুআলিজুহা ওয়া তাওয়াক্কাহা, ‘শায ফতোয়া : মানদণ্ড, বাস্তবায়ন, কার্যকারণ এবং এর থেকে বেঁচে থাকার উপায়’
৩৭. মুজিবাতিু তাগয়িরিল ফাতওয়া ফি আসরিনা, ‘আমাদের এই জমানায় ফতোয়া পরিবর্তনের জরুরত’
৩৮. আল ফিকহুল ইসলামি বাইনাল আসালাতি ওয়াত তাজদিদ, ‘মৌলিকত্ব ও সংস্কারের মাঝে ইসলাম’ 
৩৯. আল ইজতিহাদ ফিশ শারিয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি শরিয়তে ইজতিহাদ’
৪০. মাদখাল লিদিরাসাতিস শারিয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলাম শরিয়তের প্রথম পাঠ’
৪১. আল ফাতাওয়া বাইনাল ইনদিবাতি ওয়াত তাসাইয়ুব, ‘শৃঙ্খলা ও বিশৃঙ্খলার মাঝে ফতোয়া’
৪২. আল ইজতিহাদুল মুআসির বাইনাল ইনদিবাতি ওয়াত ওয়াল ইনফিরাতি, ‘শিথিলতা ও সংহতির মাঝে সমসাময়িক ইজতিহাদ’
৪৩. আওয়ামিলুস সায়াতি ওয়াল মুরুনাতি ফিশ শারিয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি শরিয়তে প্রশস্ততা ও নমনীয়তার উপাদান’


☞ ইসলামি অর্থনীতি:
৪৫. ফিকহুয যাকাত দিরাসাতুন মুকারানা ওয়া ফালসাফাতুহা ফি দওয়িল কুরআনি ওয়াস সুন্নাহ, বইটি ‘ইসলামের যাকাত বিধান’ নামে দুই খণ্ডে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম রহ.। ‘খায়রুন প্রকাশনী’ বইটি প্রকাশ করেছে।
৪৬. মুশকিলাতুল ফাকর ওয়া কাইফা আলাজাহাল ইসলাম, বইটি ‘দারিদ্য বিমোচনে ইসলাম’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন শায়খ মাহমুদুল হাসান। ‘মাকতাবাতুল আযহার’ বইটি প্রকাশ করেছে।
৪৭. দাওরুল কিয়াম ওয়াল আখলাক ফিল ইকতিসাদিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি অর্থনীতিতে মূল্যবোধ ও আখলাকের ভূমিকা’
৪৮. ফাওয়ায়িদুল বুনুক হিয়া আর রিবা আল হারাম, ‘ব্যাংকের ফায়দা হারাম সুদ’

☞ দাওয়াত ও তারবিয়াত:
৪৯. সাকাফাতুত দায়িয়া, বইটি ‘দাঈদের জ্ঞানচর্চা’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন সাইয়েদ মাহমুদুল হাসান। ‘গার্ডিয়ান পাবলিকেশনস’ বইটি প্রকাশ করেছে।
৫০. আত তারবিয়াতুল ইসলামিয়্যাহ ওয়া মাদরাসাতু হাসানিল বান্না, বইটি ‘ইমাম বান্নার পাঠশালা’  নামে শীঘ্রই ‘প্রচ্ছদ প্রকাশন’ থেকে প্রকাশিত হবে। অনুবাদ করেছেন সুলতানা শিফা। 
৫১. আল ইখওয়ানুল মুসলিমুন সাবয়ুনা আমান ফিত দাওয়াতি ওয়াত তারবিয়াত, বইটি ‘ইখওয়ানুল মুসলিমিন : দাওয়াত ও তারবিয়াতের সত্তর বছর’ নামে শীঘ্রই ‘প্রচ্ছদ প্রকাশন’ থেকে প্রকাশিত হবে। অনুবাদ করেছেন শাহাদাত হোসাইন ও ফারুকে আজম। 
৫২. আর রাসূলু ওয়াল ইলম, ‘রাসূল সা. ও জ্ঞান’
৫৩. আল ওয়াক্তু ফি হায়াতিল মুসলিম, বইটি ‘মুমিন জীবনে সময়’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন তারিক মাহমুদ। ‘গার্ডিয়ান পাবলিকেশনস’ বইটি প্রকাশ করেছে।
৫৪. রিসালাতুল আযহার বাইনাল আমসি ওয়াল ইয়াওমি ওয়াল গাদি, ‘অতীত বর্তমান ও ভবিষ্যতের আয়নায় আল আযহারের মিশন’

☞ ফিকহুস সুলুক:
৫৫. আল হায়াতুর রাব্বানিয়্যাহ ওয়াল ইলম, ‘আল্লাহওয়ালা জিন্দেগি ও জ্ঞান’
৫৬. আন নিয়্যাতু ওয়াল ইখলাস, ‘নিয়ত ও ইখলাস’
৫৭. আত তাওয়াক্কুল, বইটি ‘তাওয়াক্কুল’  নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মহিউদ্দিন কাসেমী। ‘গার্ডিয়ান পাবলিকেশনস’ বইটি প্রকাশ করেছে।
৫৮. আত তাওবাতু ইলাল্লাহ, ‘তাওবা’
৫৯. আর অরয়ু ওয়ায যুহদ, ‘আল্লাহভীরুতা ও দুনিয়া বিমুখতা’
৬০. আল কিয়ামুল ইনসানিয়্যাহ ফিল ইসলাম, বইটি ‘ইসলাম ও মানবিক মূল্যবোধ’  নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন। ‘পাথফাইন্ডার পাবলিকনন্স’ বইটি প্রকাশ করেছে।
 

☞ ইসলামি আন্দোলন:
৬১. আস সহওয়াতুল ইসলামিয়্যাহ বাইনাল জুহুদি ওয়াত তাতাররুফ, বইটি ‘ইসলামি পুনর্জাগরণ : সমস্য ও সম্ভাবনা’  নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মুহাম্মাদ সানাউল্লাহ আখুঞ্জী। ‘আহসান পাবলিকেশন’ বইটি প্রকাশ করেছে।
৬২. আস সহওয়াতুল ইসলামিয়্যাহ ওয়া হুমুমল ওতানিল আরাবি ওয়াল ইসলামি, ইসলামি আন্দোলন এবং আরব ও ইসলামি ভূখণ্ডের অভিপ্রায়
৬৩. আস সহওয়াতুল ইসলামিয়্যাহ বাইনাল ইখতিলাফিল মাশরু ওয়াত তাফাররুক আল মাযমুম, বৈধ মতপার্থক্য ও নিন্দিত দলাদলির মাঝে ইসলামি আন্দোলন 
৬৪. আস সহওয়াতুল ইসলামিয়্যাহ মিনাল মুরাহাকা ইলার রুশদ, ইসলামি আন্দোলন : শৈশব থেকে যৌবন 
৬৫. আইনাল খালাল, ‘সমস্যা কোথায়?’ 
৬৬. আল গারবু ওয়াল ইসলাম, ‘ইসলাম ও পাশ্চাত্য’
৬৭. খিতাবুনা দ্বীনি ফি আসরিল আওলামাহ, ‘বিশ্বায়নের জমানায় আমাদের বয়ান’
তারিখুনাল মুফতারা আলাইহি, ‘আরোপিত ইতিহাস’
৬৮. আল মুসলিমুনা ওয়াল আওলামাহ, ‘মুসলিম উম্মাহ ও বিশ্বায়ন,
৬৯. আন নাসু ওয়াল হক, ‘মানুষ ও হক’
৭০. সাকাফাতুনা বাইনাল ইনফিতাহি ওয়াল ইনগিলাক, ‘উদারতা ও সংকীর্ণতার মাঝে আমাদের ইসলামি সংস্কৃতি’
৭১. দারসুন নাকবা আস সানিয়া, ‘দ্বিতীয় নাকবার শিক্ষা’
৭২. জাইলুন নাসরি মানশুদ, বইটি ‘বিজয়ী কাফেলা’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন ফারুক আজম। ‘গার্ডিয়ান পাবলিকেশনস’ বইটি প্রকাশ করেছে।
৭৩. উম্মাতুনা বাইনা কারনাইন, ‘দুই শতাব্দীর মাঝে আমাদের উম্মাহ’
৭৪. মিন আজলি সহওয়াতিন রাশিদা তাজাদ্দুদুদ দ্বীন ওয়া তানাহহুদুন বিদ দুনিয়া, ‘সফল আন্দোলনে অভিপ্রায়ে দ্বীনের তাজদিদ ও দুনিয়াবি অগ্রগতি’
৭৫. ফি ফিকহুল আওলায়িয়্যাত, ‘অগ্রগণ্যতার ফিকাহ’
৭৬. আওলায়িয়্যাতুল হারাকাতিল ইসলামিয়্যাহ ফিল মারহালাতিল কাদিমাহ, বইটি ‘আধুনিক যুগ, ইসলাম, কৌশল ও কর্মসূচী’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মুহাম্মাদ সানাউল্লাহ আখুঞ্জী। ‘বুকমাস্টার’ বইটি প্রকাশ করেছে।
৭৭. আল ইসলামু ওয়াল আলমানিয়্যাতু ওয়াজহান লিওয়াজহিন, ‘ইসলাম ও সেক্যুলারিজমের সংঘাত’
৭৮. আত তাতাররুফুল আলমানি ফি মুওয়াজাহাতিল ইসলাম, ‘ইসলামকে রুখতে সেক্যুলারিজমের উগ্রপন্থা’
৭৯. গাইরুল মুসলিমিনা ফি মুজতামায়িল ইসলামি, ‘ইসলামি সমাজে অমুসলিমরা’
৮০. শারিয়াতুল ইসলাম সালিহাতুন লিত তাতবিক লিকুল্লি জামানিন ওয়া মাকান, ‘ইসলামি শরিয়ত সকল স্থান ও কালের উপযোগী’
৮১. জাহিরাতিল গুলু ফিত তাকফির, বইটি ‘তাকফির : কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি’ তিনি নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন এনামুল হাসান। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে। 
৮২. মালামিহুল মুজতামায়িল মুসলিম আল্লাজি নানশুদুহু, ‘আমাদের কাঙ্ক্ষিত ইসলামি সমাজের বৈশিষ্ট্য’ 
৮৩. আস সাকাফাতুল আরাবিয়্যাতুল ইসলামিয়্যাহ বাইনাল আসালাতি ওয়াল মুআসারাহ, ‘মৌলিকত্ব ও সমসাময়িকতার মাঝে আরব ইসলামি সংস্কৃতি’
৮৪. আল উম্মাতুল ইসলামিয়্যাহ হাকিকাতুন লা ওয়াহাম, ‘ইসলামি উম্মাহ : একটি বাস্তবতা, কোনো কল্পনাবিলাস নয়’
৮৫. আল হুলুলুল মুসতাওরাদা ওয়া কাইফা জান্নাত আলা উম্মাতিনা, ‘আমদানিকৃত ভিনদেশি মতবাদ কীভাবে আমাদের উম্মাহর ওপর চেপে বসেছে?’
৮৬. আল হিল্লুল ইসলামি ফারিজাতুন ওয়া জারুরাতুন, ‘ইসলামি সমাধানের জরুরত’
৮৭. আ’দায়ুল হিল্লিল ইসলামি, ‘ইসলামি সমাধানের শত্রুরা’
৮৮. বাইয়িনাতুল হিল্লিল ইসলামি ওয়া শুবহাতুল আলমানিয়্যিন ওয়াল মুতাগাররিবিন, ‘ইসলামি সমাধানের দলিল এবং সেক্যুলার ও পাশ্চাত্যপন্থীদের আপত্তির জবাব’

☞ মুসলিম মননে চিন্তার ঐক্য:
৮৯. শুমুলুল ইসলাম, বইটি ‘ইসলামের ব্যাপকতা’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন তারিক মাহমুদ। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে। 
৯০. আল মারজিয়িয়্যাতুল উলইয়া ফিল ইসলামি লিল কুরআনি ওয়াস সুন্নাহ, ‘ইসলামের মৌলিক উৎস : কুরআন ও সুন্নাহ’
৯১. মাওকিফুল ইসলাম মিনাল ইলহাম ওয়াল কাশফি ওয়ার রু’য়ি ওয়া মিনাত তামায়িম ওয়াল কাহানাতি ওয়ার রুকয়ি, ‘ইলহাম, কাশফ, স্বপ্ন, তাবিজ, ভাগ্য গণনা ও রুকইয়ার ব্যাপারে ইসলামের অবস্থান’
৯২. আস সিয়াসাতুশ শারয়িয়্যাহ ফি দওয়ি নুসুসি শারিয়াতি ওয়া মাকাসিদিহা, ‘নস ও মাকাসিদের আলোকে শরিয়তি রাজনীতি’ 
৯৩. কাইফা নাতাআমালু মাআত তুরাসি ওয়াল ইখতিলাফি ওয়াত তামাজহুব, ‘তুরাস, ইখতিলাফ ও মাজহাবের ব্যাপারে আমাদের অবস্থান কী হবে?’
৯৪. ফুসুলুল আকিদা বাইনাল ফিল আকিদা বাইনাস সালাফি ওয়াল খালাফ, ‘সালাফ ও খালাফের মাঝে আকিদার পাঠ’
৯৫. আল বিদয়াতু ফিদ দ্বীন হাকিকতুহা ওয়া আসবাবুহা ওয়া আকসামুহা ওয়া আসারুহা, ‘বিদয়াত : স্বরূপ, কারণ, প্রকার ও প্রভাব’
৯৬. আত তাহযির মিনাল উরফ ওয়াল খিদায়িল লাফজি ওয়াত তারকিয আলাল আকিদা ওয়া আসারুহা ফিল আমাল, ‘ভুল উরফ, শাব্দিক ধোঁকা, আকিদার গুরুত্ব ও আমলের ওপর এর প্রভাব’

☞ ইসলামি আন্দোলনের প্রতি দিকনির্দেশনা:
৯৭. আদ দ্বীনু ফি আসরিল ইলম, ‘বিজ্ঞানের যুগে দ্বীন’
৯৮. আল ইসলামু ওয়াল ফান্ন, বইটি ‘ইসলাম ও শিল্পকলা’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন ড. মাহফুজুর রহমান। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
ফাতওয়া মিন আজলি ফিলিস্তিন, ‘ফিলিস্তিনের স্বার্থে ফতোয়া’
৯৯. আর রিসালাতুল হাদারিয়্যাহ লিল ইসলাম, ‘ইসলাম ও সভ্যতা’
১০০. মাবাদিয়ুত তাকরিব বাইনাল মাজাহিব, ‘ইসলামি দলগুলোর মাঝে সম্প্রীতি স্থাপনের মূলনীতি’
১০১. মুসতাকবিলুল উসুলিয়্যাতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি ফান্ডামেন্টালিজমের ভবিষ্যত’
১০২. আল কুদসু কদিয়্যাতু কুল্লু মুসলিম, বইটি ‘জেরুজালেম বিশ্ব মুসলমি সমস্যা’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মাওলানা মোঃ আনোয়ারুল হক। ‘আলফা বুকশপ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
১০৩. আল আকাল্লিয়্যাতুত দ্বীনিয়্যাহ ওয়াল হিল্লুল ইসলামি, ‘সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ও ইসলামি সমাধান’
১০৪. ফাতাওয়া লিল মারআতিল মুসলিমা, ‘মুসলিম নারীর ফতোয়া’
১০৫. আল মুবাশশিরাত বিইনতিসারিল ইসলাম, ‘ইসলাম বিজয়ী হবেই’
১০৬. জারিমাতুর রিদ্দাহ ওয়া উকুবাতুর রিদ্দাহ ফি দওয়িল কুরআনি ওয়াস সুন্নাহ, ‘কুরআন-সুন্নাহর আলোকে মুরতাদ ও মুরতাদের শাস্তি’
১০৭. আন নিকাবু লিল মারআতি বাইনাল কওলি বিবিদয়াতিহি ওয়াল কওলি বিউজুবিহি, ‘নিকাব : বিদয়াত না ওয়াজিব’
মারকাজুল মারআহ ফিল হায়াতিল ইসলামিয়্যাহ, বইটি ‘স্ট্যাটাস অব উইমেন ইন ইসলাম’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন আলী আহমাদ মাবরুর। ‘ঋদ্ধ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।

☞ ইসলামিয়্যাত:
১০৮. আল ইবাদাতু ফিল ইসলাম, বইটি ‘ইসলামে ইবাদতের পরিধি’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মুহাম্মাদ শামাউন আলী। ‘দারুল ওরাকাত আল ইলমিয়্যাহ লিন নাশর ওয়াত তাওযি’ বইটি প্রকাশ করেছে।
১০৯. আল খাসায়িসুল আম্মাহ লিল ইসলাম, ‘ইসলামের বৈশিষ্ট্যাবলি’
১১০. মাদখাল লি মারিফাতিল ইসলাম, ‘ইসলামের প্রথম পাঠ’
১১১. আল ইসলামু হাদারাতুল গা’দ, বইটি ‘আগামী দিনের সভ্যতা ইসলাম’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মুহসিনা বিনতে মুসলিম ও কাজী সালমা বিনতে সলিম। ‘মক্তব প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
১১২. রিয়াআতুল বিআহ ফিল ইসলাম, ‘ইসলাম ও পরিবেশ সুরক্ষা’ 
১১৩. আদ দ্বীনু ওয়াস সিয়াসাত, ‘দ্বীন ও রাজনীতি’
১১৪. উসুলুল আমালিল খাইরি ফিল ইসলাম ফি দওয়িন নুসুস ওয়াল মাকাসিদিশ শারিয়াহ, ‘নস ও মাকাসিদুশ শরিয়াহর আলোকে ভালো কাজের মূলনীতি’
১১৫. আল হুররিয়্যাতুত দ্বীনিয়্যাহ ওয়াত তায়াদ্দুদিয়্যাহ ফি নাজারিল ইসলাম, ‘ইসলামের দৃষ্টিতে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মের বৈচিত্র্য’
১১৬. ইবতিহালাত ওয়া দাওয়াত, ‘দোআ ও মুনাজাত’

☞ ইসলামি ব্যক্তিত্ব:
১১৭. আল ইমাম আল গাজ্জালি বাইনা মাদিহিহি ওয়া নাকিদিহি, ‘গুণগ্রাহী ও সমালোচকদের দৃষ্টিতে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ আল গাজ্জালি’
১১৮. আশ শাইখ আল গাজালি কামা আরাফতুহু : রিহলাতু নিসফি কারন, ‘আমার দেখা উসতায মুহাম্মাদ আল গাজালি : অর্ধশত বছরের পরিচিতি’ 
১১৯. আশ শাইখ আবুল হাসান আন নাদাভি কামা আরাফতুহু, বইটি ‘আবুল হাসান আলী নদভী : এমন ছিলেন তিনি’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন ইহইয়া ইউসুফ নদভী। ‘মাকতাবুল আযহার’ বইটি প্রকাশ করেছে। 
১২০. ইমামুল হারামাইন আল জুয়াইনি, ‘ইমামুল হারামাইন আবুল মায়ালি আল জুয়াইনি’
১২১. উমর ইবনু আব্দিল আজিজ খামিসু খুলাফায়ির রাশিদিন, বইটি ‘উমর ইবনে আবদুল আজিজ’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন এনামুল হাসান। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে। 
১২২. নিসায়ুন মুমিনাত, ‘মুমিন নারীরা’
১২৩. মুকাওয়িমাতিল ফিকরিল ইসলাহি ইনদাল ইমাম মুহাম্মাদ আল বাশির আল ইবরাহিমি, ‘ইমাম মুহাম্মাদ বশির আল বশিরের চিন্তাধারায় ইসলাহি উপাদানসমূহ’

☞ সাহিত্য ও কবিতা:
১২৪. নাফহাতুন লাফহাতুন, ‘সুবাস ও স্ফুলিঙ্গ’ (কবিতা সংকলন)
১২৫. আল মুসলিমুনা কাদিমুন, ‘মুসলিমরা আসছে’ (কবিতা সংকলন)
১২৬. ইউসুফ আস সিদ্দিক, ‘নবি ইউসুফ আ.’ (কাব্য নাটক)
১২৭. আলিম ওয়া তাগিয়া (ঐতিহাসিক নাটক), বইটি ‘আলিম ও স্বৈরশাসক’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন আবুল হাসান। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
১২৮. ইবনুল কারইয়াতি ওয়াল কিতাব : মালামিহু সিরাতিন ওয়া মাসিরাতিন,  ‘আত্মজীবনী’ (২ খণ্ড)

☞ খুতবা ও বক্তব্য:
আল্লামা ইউসুফ আল কারযাভী পৃথিবীর বহুদেশে বহু সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভায় বক্তৃতা করেছেন। তার বেশ কিছু খুতবা ও বক্তব্য পরবর্তীতে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে।

১২৯. লিমাযাল ইসলাম, ‘ইসলাম কেন?’
১৩০. আল ইসলাম আল্লাজি নাদয়ু ইলাইহি, বইটি ‘আমাদের দাওয়াত : জীবনবিধান ইসলাম’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
১৩১. ওয়াজিবুশ শাবাব আল মুসলিম, বইটি ‘মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মুহাম্মদ বুরহান উদ্দিন। ‘মক্তব প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
১৩২. মুসলিমাতুল গা’দ, ‘আগামী দিনের মুসলিম নারী’
১৩৩. আস সহওয়াতুল ইসলামিয়্যাহ বাইনাল আমালি ওয়াল মাহাজির, ‘আকাঙ্ক্ষা ও আশঙ্কার মাঝে ইসলামি আন্দোলন’ 
১৩৪. কিমাতুল ইনসান ওয়া গায়াতু ওজুদিহি ফিল ইসলাম, বইটি ‘মানুষ : মর্যাদা ও সৃষ্টির উদ্দেশ্য’ নামে বাংলায় অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন। ‘প্রচ্ছদ প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
১৩৫. আত তারবিয়াতু ইনদাল ইমাম আশ শাতিবি, ‘ইমাম শাতিবির পাঠশালা’
১৩৬. লিকাই তানজাহা মুআসসাতুজ জাকাত ফি তাতবিক আল মুআসির, ‘বর্তমান জমানায় জাকাতের প্রতিষ্ঠান সফল হবে কীভাবে?’
১৩৭. আল ইসলাম ওয়াল মুসলিমুন ওয়া উলুমুল আলা আ’তাবিল কারনিল কাদিম, ‘আগত শতাব্দীর দোরগোড়ায় ইসলাম, মুসলমান ও ভবিষ্যত জ্ঞান’
১৩৮. আল ইসলামু কামা নুমিনু বিহি, ‘আমাদের ইসলাম’
১৩৯. আস সুন্নাতু ওয়াল বিদয়াত, ‘সুন্নাত ও বিদয়াত’
১৪০. আল মুসলিমুন ওয়াত তাখাল্লুফ আল ইলমি, ‘মুসলিম সমাজ ও জ্ঞানের পশ্চাৎপদতা’
১৪১. ইনসানু সুরাতিল আসর, ‘সূরাতুল আসরের বর্ণনায় মানুষ’
১৪২. আস সহওয়াতুল ইসলামিয়্যাহ ওয়াল ফিকহুল আওলায়িয়্যাত, ‘ইসলামি আন্দোলন ও অগ্রগণ্যতার ফিকাহ’
১৪৩. দুরুসুন মিন গাজওয়াতি বদর, ‘বদর যুদ্ধের শিক্ষা’
১৪৪. দাওরুল মারআতুল মুসলিমা ফিস সহওয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি আন্দোলনে মুসলিম নারীর ভূমিকা’
১৪৫. খুতাবুশ শাইখ কারযাভী, ‘উসতায কারযাভীর বক্তৃতা সংকলন’ (১ম - ৫ম খণ্ড) 
১৪৬. লিকায়াত ওয়া মুহাওয়ারাত হাওলা কাদায়াল ইসলাম ওয়াল আসর, ‘ইসলাম ও হাল-জমানার বিভিন্য ইস্যুতে প্রদত্ত সাক্ষাৎকার’ (২ খণ্ড)
১৪৭. কাদায়া মুআসারা আলা বিসাতিল বাহস, ‘সমসাময়িক ইস্যুর পর্যালোচনা’
১৪৮. আজ জিওয়াযুল মিসইয়ার হাকিকতুহু ওয়া হুকমুহু, ‘মিসইয়ার বিবাহ : স্বরূপ ও বিধান’
১৪৯. আদ দাওয়াবিতুশ শারয়িয়্যাহ লিবিনায়িল মাসাজিদ, ‘মসজিদ নির্মাণের শরয়ি মূলনীতি’
১৫০. মাওকিফুল ইসলাম আল আকদি মিন কুফরিল ইহুদি ওয়ান নাসারা, ‘ইহুদি ও খ্রিস্টাদের কুফরির ব্যাপারে ইসলামের আকিদাগত অবস্থান’
১৫১. আল ইসতিলহাক ওয়াত তাবান্নি ফিশ শারিয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি শরিয়তে পিতৃত্বের দাবি ও সন্তান দত্তক নেওয়ার বিধান’
১৫২. হুকুশ শুয়ুখ ওয়াল মুসিন্নিন ফি দওয়িশ শারিয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি শরিয়তের আলোকে বৃদ্ধদের অধিকার’
১৫৩. কালিমাতুন সারিহাতুন ফি তাকরিব বাইনাল মাজাহিবি আওয়িল ফিরাকিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি দলগুলোর মাঝে সম্প্রীতি সৃষ্টি’
১৫৪. আল হুকমুশ শারয়ি ফি খিতানিল উনাস, ‘নারীদের খাৎনার ব্যাপারে শরিয়তের বিধান’
১৫৫. উসুলুল ইসলাম হাওলাল হালালি ওয়াল হারাম, ‘ইসলামি শরিয়তে হালাল হারামের মূলনীতি’
১৫৬. মাফহুমুল আমনি ফিল ইসলাম, ‘ইসলামি শরিয়তের নিরাপত্তার মর্মার্থ’
১৫৭. আল ইসলাম ওয়াল হাদারাতুল গারবিয়্যাহ, ‘ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা’
১৫৮. নাদওয়াতুল উলামা বিল হিন্দ ওয়া দাওরুহাল মুআসির, ‘ভারতের নদওয়াতুল উলামা এবং এর সমকালীন ভূমিকা’
১৫৯. মাকানাতুল মুআল্লিম ফিল ইসলাম, ‘শিক্ষকের মর্যাদা’
১৬০. ফিদ দাওয়াত ইলাল্লাহ, ‘আল্লাহর পথে দাওয়াত’
১৬১. আল মুজতামায়াতুল ইসলামি : আত তাহাদ্দিয়াত ওয়া ইমকানাতুন নুহুদ, ‘ইসলামি সমাজ : সমস্যা ও বিপ্লবের সম্ভাবনা’
১৬২. আল ইনফিতাহ আলল গারব মুকতাদায়াতুন ওয়া শুরুতুন, ‘পাশ্চাত্যের ব্যাপারে উদারতা : জরুরত ও শর্তাবলি’
১৬৩. আত তালিম ওয়া আখলাকিয়্যাতু মিহনাতুত তালিম, ‘শিক্ষাদান ও শিক্ষকতা পেশার আখলাক’
১৬৪. ফিল ফিকহি ওয়াল ফাতওয়া ওয়াল ইজতিহাদ, ‘ফিকাহ, ফতোয়া ও ইজতিহাদ’
১৬৫. হায়াতুল মারআতুল মুসলিমা ফি ইতারি হুদুদিশ শারিয়াহ, ‘শরিয়তের আলোকে নারীদের জীবনযাত্রা’
১৬৬. আল মিহনাতু ফি ওয়াকিল হারাকাতিল মুআসারা, ‘সমকালীন ইসলামি আন্দোলন ও নির্যাতন’
১৬৭. ওয়াজিবুনা নাহওয়াল কুরআনিল কারিম, বইটি অতিশীঘ্রই ‘কুরআনের সান্নিধ্যে’ নামে ‘প্রচ্ছদ প্রকাশন’ থেকে প্রকাশিত হবে। অনুবাদ করেছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।
১৬৮. কিরাআতুন ফি ওয়াকিল উম্মাতি ফিল ফাতরাতিল আখিরাহ, ‘উম্মাহর সর্বশেষ ক্রান্তিকাল : একটি পর্যালোচনামূলক পাঠ’
১৬৯. আর রাব্বানিয়্যাহ আবরাযু খাসায়িসুত তারবিয়াতিল ইসলামিয়্যাহ, ‘রব্বানিয়াত : ইসলামি তারবিয়াতের প্রধান বৈশিষ্ট্য’
১৭০. আল হায়াতুর রুহিয়্যাহ ফিল ইসলাম, ‘ইসলাম ও আধ্যাত্নিক জীবন’
১৭১. আত তাকাফুলুল ইজতিমায়ি ফি দওয়িশ শারিয়াতিল ইসলামিয়্যাহ, ‘ইসলামি শরিয়তের আলোকে পারস্পারিক সামাজিক দায়ভার’
১৭২. আওলায়িয়্যাতুল আমালিল ইসলামি ফি যিল্লিল মুতাগাইয়িরাতিদ দাওলিয়্যতির রাহিনা, ‘সমকালীন পরিবর্তনশীল বিশ্বে ইসলামি কর্মসূচির অগ্রগণ্যতা’
১৭৩. ফিস সুন্নাতি নাবাবিয়্যাতি ওয়া উলুমিহা, ‘সুন্নাহ ও উলুমুস সুন্নাহ’
১৭৪. ফি তাফসিরি কুরআনিল কারিম, ‘আল কুরআনের তাফসির প্রসঙ্গে কিছু কথা’
১৭৫. লিকায়ুন মাফতুহ মাআল আল্লামা কারযাভী ফিল বাহরাইন, ‘বাহরাইনে আল্লামা কারযাভীর সাথে খোলামেলা আলাপ’
১৭৬. আস সুন্নাতু ওয়া মুওয়াজাহাতু হামলাতিত তাশকিক, ‘সুন্নাতের পরিচয় এবং এর ব্যাপারে আপত্তি উত্থাপনকারীদের মোকাবিলা’
১৭৭. তাজদিদুদ দ্বীন আল্লাজি নানশুদুহ, ‘আমাদের প্রত্যাশিত তাজদিদ’
১৭৮. মাযালিকুল মুতাসাদ্দিন লিল ফাতওয়া ফি আসরিনাল হাযির, ‘বর্তমান সময়ে ফতোয়া প্রদানকারীদের সমস্যাবলি’।