*বিশ্বনবী* *হজরত* *মহম্মদ*
আরব দেশে জন্ম নিলে
মা আমিনার কোলে,
আগমনের পূর্বে পিতা
আব্দুল্লা গেল চলে।
সারা বিশ্বে শান্তির দূত
তুমি মহম্মদ রসুল,
মানবতার মূর্ত প্রতীক
নেইকোএতে ভুল।
কুসংস্কার হলো দূর
তোমার আগমনে,
নারী পেল সুসম্মান
তোমার কল্যাণে ।
মানুষ পেল ভালোবাসা
আর পেল সুশাসন,
হৃদয়ে তাদের পেলে তুমি
শ্রদ্ধার এক আসন।
শান্তিরবাণী ছড়িয়ে তুমি
করলে বিশ্ব জয়,
তুমি মহান, তুমি শ্রেষ্ঠ
নেই কোনো সংশয়।
তোমার বাণী অক্ষয়, অমর
তোমার তুলনা শুধুই তুমি,
সারা বিশ্ব ভক্ত তোমার
শুধু একা নই আমি ।
আজিজুর রহমান
উলুবেড়িয়া, হাওড়া
0 Comments