রবিবার ৪ ডিসেম্বর কলেজ স্ট্রিটের আপামর বাঙালির প্রিয় জায়গা কলেজ স্কোয়ারে আয়োজিত দশম বাংলাদেশ বইমেলার তৃতীয় দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় হাজির ছিলেন কলকাতার বিশিষ্ট বাঁশিবাদক শ্রী ইন্দ্রজিৎ বসু।



 সাথে তরুণ এবং সম্ভাবনাময় তবলাবাদক শ্রী নীলিমেশ চক্রবর্তী। অনুষ্ঠানমঞ্চে কবিতাপাঠ ও লোকগানের পাশাপাশি ইন্দ্রজিতের বাঁশি ও সাথে নীলিমেশের সঙ্গত মন জয় করে উপস্থিত সকলের।
বাঁশিতে অপরাহ্নকালের রাগ পটদীপকে বেছে নেয় ইন্দ্রজিৎ। নয় মাত্রার মধ্যলয় মত্ততাল এবং দ্রুত তিনতাল-এ পরিবেশিত রাগ পটদীপ যেন উপস্থিত অনেককেই স্মৃতিমেদুর করে তুলেছিল। অনুষ্ঠানের শুরুতে হিন্দু স্কুল, গোয়েঙ্কা কলেজ আর বইপাড়াতে জীবনের বেশ কয়েকটা বছর কাটানোর মধুর স্মৃতির কথা স্বভাবতই চলে এসেছিল তার নিজের ক্ষুদ্র আলাপে।


অনুষ্ঠান শেষ হয় "বাজে মুরালিয়া" ভজনটি দিয়ে। বইমেলার মঞ্চে বাঁশি বাজিয়ে সকলের মন ভালো করে দিলেন ইন্দ্রজিত বসু বাঁশিওয়ালা দক্ষ পুলিশ অধিকর্তা।