*নিজস্ব প্রতিবেদক*
গত ১০ ই ফেব্রুয়ারী ২০২৩ (শুক্রবার)
৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার লিটিল ম্যাগাজিনের "পথের সুজন" স্টলে (স্টল নং ৮০) শুভ উদ্বোধন হলো কবি মোহনলাল চৌধূরী-র একক কাব্যগ্রন্থ "কুড়িয়ে বাড়িয়ে" বইটির মোড়ক উন্মোচন করলেন দুই বাংলার খ্যাতনামা কবি আরণ্যক বসু।
উল্লেখযোগ্য উপস্থিতি ছিল "বি-রা-সা" পত্রিকার সম্পাদক কবি সুজিত নস্কর, কবি হাস্নে আরা বেগম, কবি মিতা নিয়োগী, কবি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কবি শ্যামল কুমার মোসেল, ভিকি সৌভিক, অপর্ণা ঘোষ, "পঞ্চদিশারী এক অঙ্গীকার"-র সম্পাদক ভাস্কর বনিক, এছাড়াও কবির পুত্র সোহম চৌধুরী,
সহধর্মিণী সঞ্চিতা চৌধুরী, শাশুড়ি মাতা বসুন্ধরা নায়ক, ভাই কানাইলাল চৌধুরী ও বোন মিতা মিত্র।
কাব্যগ্রন্থটি উদ্বোধনের পরে কবি আরণ্যক বসু বলেন অতি সরলতার সাথে সামাজিক প্রেক্ষাপটে লেখা হয়েছে বইটি। ছন্দ ও বাক্যের মেলবন্ধনে প্রতি ছত্রে প্রকাশ পেয়েছে কবির মনের সরলতা। লেখকের আশা কাব্যগ্রন্থটি যদি পাঠকমহলে সাড়া ফেলে তাহলেই তার লেখা সার্থক হবে।
অনুষ্ঠানের শেষে আগত সকল অতিথিকে ধন্যবাদ জানান সারপ্রাইজ ডিভিশন-র প্রকাশনীর কর্ণধার কবি সুজিত নস্কর ।
0 Comments