মালদা, ১৩ অগাস্ট: জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হল মঙ্গলবার। এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূস সালুঙ্খে, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ লোকশিল্পীরা। অতিরিক্ত জেলা শাসক পীযূস সালুঙ্খে বলেন, “আজ জেলার সমস্ত লোকশিল্পীদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সরকারি সমস্ত সচেতনতামূলক কর্মসূচি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আরও নানা কর্মসূচিতে লোকশিল্পীদের ব্যবহার করার চিন্তাভাবনা করা হচ্ছে।”