কলকাতার মৌলালি রাজ্য যুব কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল নিউ স্টার’-এর জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব
কলকাতা: সংস্কৃতি-বিমুখ তরুণ সমাজকে বই ও শিল্পের মূল স্রোতে ফেরাতে এক অনন্য এবং সফল উদ্যোগ নিল কলকাতার প্রথম সারির সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল নিউ স্টার’ (International New Star)। সম্প্রতি, এই সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য যুব কেন্দ্র (State Youth Centre) মৌলালি যুবক কেন্দ্রে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের উপস্থিতিতে এক তাৎপর্যপূর্ণ মিলনক্ষেত্রে পরিণত হয়।
এই মঞ্চ থেকে সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, প্রশাসন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মকুশলতা ও প্রতিভার স্বাক্ষর রাখা শতাধিক ব্যক্তিকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার ও সম্পাদক, মাননীয় সৌমেন সেনের অক্লান্ত ও ব্যতিক্রমী প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এর ফলে, সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি প্রদানে ইন্টারন্যাশনাল নিউ স্টার তার দায়বদ্ধতা পুনর্বার প্রমাণ করল।
অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পরিচালক ও সম্পাদক সৌমেন সেন, অমরনাথ সেন, অদিতি মুখার্জীর মতো বহু উজ্জ্বল ব্যক্তিত্ব। সম্মানিত অতিথি ও গুণীজনদের তালিকায় আরও ছিলেন প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, হিউম্যান রাইটস-এর জেনারেল সেক্রেটারি শ্রী সুমন দাস, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সেক্রেটারি বিপ্লব ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক ও পুলিশ আধিকারিক বাদল বর্মন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, নজরুল গবেষক দিপা দাস, কবি সুব্রত চ্যাটার্জি, লেখিকা আরতি ঘোষ ও আমি কল্যাণী, রবীন্দ্রভারতী টপার সুমন মুখার্জি, বিশিষ্ট সমাজ সেবক দীপঙ্কর পোড়েল এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সমাজ সংগঠক অনির্বাণ সামন্ত সহ আরও অনেকে। মঞ্চে এই সমস্ত বিশিষ্টজনদের হাতে তাঁদের প্রাপ্য সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ও তাৎপর্য প্রসঙ্গে ইন্টারন্যাশনাল নিউ স্টার-এর সম্পাদক সৌমেন সেন জোর দিয়ে জানান, "বর্তমানে তরুণ প্রজন্মের একাংশ বই এবং সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সংস্কৃতি বিমুখ এই তরুণ সমাজকে পুনরায় বই ও সংস্কৃতিমুখী করে তোলার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন।" তরুণ প্রজন্মের জন্য বাংলা সংস্কৃতিকে উন্নত ও প্রসারিত করার লক্ষ্যে সৌমেন সেনের এই নিরলস প্রচেষ্টা সমাজের সকল স্তরের মানুষের ভূয়সী প্রশংসা লাভ করেছে। এই জমকালো মঞ্চে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নব নক্ষত্র সাহিত্য পত্রিকা’-এর প্রকাশনাও সম্পন্ন হয়। সমাজসেবা এবং সংস্কৃতির এই যুগলবন্দী আগামী প্রজন্মের কাছে এক নতুন বার্তা দেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।




0 Comments