মহঃ নুর হোসেন জমাদার 

 ঈদ এসেছে বন্ধু সবে 
 আকাশের ঐ কোনে 
 
 বৃষ্টির ফোটার ছন্দের সাথে 
 আমার ও মনে 

 এ ঈদ খুশির নয় 
 ত্যাগের মহা পরীক্ষা 

 সহস্র পশুর রক্ত দেয় 
 এই মহান শিক্ষা 

 ধোনি গরিব সকলের ঘরে 
 হবে স্বাদের রান্না 

 সবের সঙ্গে বাড়বে পরিচয় 
 নতুন খুশির বন্যা |