আই বি এন বাংলা।
একটা কথা আমার বেশ মনে পড়ে | হোস্টেলের ছোট ছোট ভাইদের সাথে গল্প করছি, এমন সময় একজন আমাকে জিজ্ঞাসা করলো দাদা লজিক (যুক্তি )জিনিসটা কি?
আমি হাসলাম প্রশ্নটা বেশ জটিল লাগলো |
উত্তর দেওয়ার জন্য একটা উদাহরণ টেনে আনলাম |
বল্লাম লজিক হলো হাল্লান টু বাগনান রোড | সবাই বেশ অবাক হল |
আমি হাসলাম আবার বলতে শুরু করলাম তোমার হাল্লান থেকে যে অটো
ধরে বাগনান যেতে পারবে আবার বিপরীতে সেই অটোতে চাপে বাগনান থেকে
হাল্লানে ফিরতে পারবে |
সবার
মুখে রঙিন হাসি দেখলাম, ভাবলাম ওরা আমার কথার অর্থ বুঝতে পরেছে |
আইন আদালত এমনই জিনিস যেখানে কিছু আইনজীবি মিথ্যা প্রমান ও
যুক্তির বলে একটি সত্যকে
ধামা চাপা দেয় |
আইন কলেজে প্রথম দিন বন্ধু দের কাছে জানতে চেয়ে ছিলাম তাদের আইন পড়ার কারণটা কি | সবার উত্তর আমাকে বেশ আনন্দ দিয়েছিলো |
ভাবলাম এক ঝাক বন্ধু বান্ধবী মিলে সমাজ বদলে দেবো, কিন্তু কি জানি মাঝে মাঝে আমার মনে আশঙ্কা হয় যে আমারও অপরাধী মক্কেলকে বাঁচাতে মিথ্যা আইনের পন্থাকে ঢাল হিসাবে ব্যবহার করতে বাধ্য হবোনা তো |
অথবা টাকার কাছে নিজেদের বিকিয়ে দেবোনা তো |
প্রত্যেকটা আইনজীবির জীবন শুরু হয় মিথ্যার বিরুদ্ধে সত্যর লড়াই দিয়ে আর জীবন পথে চলতে চলতে কিছু আইনজীবি জীবনের কোন পথে হারিয়ে যায় যে তার নিজেরাও ভাবার
সময় পায়না | তাদের জন্য গোটা আইনজীবি সমাজ আজ অপমানিত |
মাঝে মাঝে আমার হৃদয় মর্মাহত হয়ে পড়ে, মনের কোনো এক বিন্দু থেকে আমি একটা শব্দ শুনতে পাই তাতে একটা স্পষ্ট
উক্তি " যে সমাজের আইনজীবিরা ভীতু আর মিথ্যের দালাল সেই সমাজে ন্যায্য বিচার একটা অলীক স্বপ্ন মাত্র |
0 Comments