আই বি এন বাংলা। 
 মনে যখন জ্বলে প্রতিহিংসার আগুন খোলা বাতায়নে কি কাজ হয় |
 মুক্ত বায়ু হয়তো ধাবিত হবে প্রবল বেগে ত্বরান্বিত করবে আরো লোলিহান শিখার লয় | 
কে তুমি বিদেশীনি অবরুদ্ধ করে মনের বাতায়ন |
নিশ্চিন্তে আছো বসে মেলে দুই নয়ন |
 দেখতে পাওনা নাকি করছ কি ধ্যান ?
চোখের সামনে যাচ্ছে মারা কতো তাজা তাজা প্রাণ | 
রাক্ষসী তুমি চাই তোমার আর কতো রক্ত তবে পিপাসা মিটবে তোমার | 
শশ্মানে করবে নাকি পরিনত তবে মিটবে তোমার আহার |
 মনের বাতায়ন খুলে রেরিয়ে আসো একবার | 
দেখবে কতো পাগল প্রেমিক করে হাহাকার | 
 অবরূদ্ধ মনে যতোই থাকুক খোলা বাতায়ন | 
মন তোমার জ্বলছে প্রতিহিংসার আগুনে  করো মুক্ত বায়ু সেবন | 
দেখবে তোমার মনের কোনে যতো জমাট বাঁধা কালো মেঘ | 
নিমিষে যাবে মিশে হবে ভাবনার উদ্রেগ |
বাস্তবে এসো নেমে করো পর্দাপন |
 খিল খিলিয়ে হাসবে অরুন হবে দেহ ও মন চনমন |
 


0 Comments