কলমে-টাইফুন।
   বাতাসে আজ বারুদের গন্ধ মাথায় যুদ্ধ বিমান | 
জ্বালামুখী করে উদগিরন তরল হলাহল বাঁচানো দায় প্রাণ | 
পরিবেশ আজ ভীষন দূষিত শ্বাস নেওয়া দায় | 
তবুও মোদের নেই হেলদোল কি করবে তুমি উপায় | 
বায়ু রাজ আজ প্রচন্ড ক্ষিপ্ত বলে কিনা আমায় করবে দূষিত |
 দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাদের, আমার নামে যাতা বলা করবো তোমাদেব শোষিত | 
এমন কাল বৈশাখী পাঠাচ্ছি আমি ভাঙতে তোমাদের জটলা | 
তুড়ি মেরে উড়ে দেবো বানাবো খাবলা খাবলা | 
 এইদিকে বিপন্ন মানুষ খোলা রাস্তায় করে ত্রাহি ত্রাহি রব | 
কৃপা করো ওগো প্রভু উড়ে গেলো সব |
 পাশ থেকে লু আবার করে সহয়তা | 
ইন্দ্র রাজ গর্জে আজ নিয়ে ভয়ংঙ্কর বরষা |
ব
সুমতি বলে আবার বাদ যাই কেনো আমি | 
আমি ও করি অগ্নি উদগিরন দেখো আমার প্রতাপ কতো খানি | 
এইভাগে রোষানলে  যখন প্রায় সব মরনাপন্ন | 
মেঘের আড়ালে মুচকি হাসে দিবাকর হায় রে সব জ্ঞান শুন্য |
 তপন তাদের ডেকে বলে কি করিস তোরা ? 
ক্ষমতার অপব্যবহাব কেনো করিস কি করেছে ওরা |
 ওরা তো শুধু বলেছিল দাও এতটুকু মুক্ত বায়ু বুক ভরে নিই শ্বাস ৷ 
তাদের কথা না শুনে করিস উপহাস | 
জানিস তো ওরা আছে বলেই আছে আমাদের মান |
আর তাদের তোরা করিস ক্ষতি নেই কোনো কান্ড জ্ঞান | 
শোন তাদের কথা কি তাদের অভিযোগ | 
কেনোই বা তারা করে এইরুপ কি তাদের দূর্ভোগ |
 দিবাকরের কথায় করে তারা আত্ম মন্মন 
ফিরে পায় চেতনা l 
তড়িঘরি নেয় সিন্ধান্ত মিটিয়ে দেয় তাদের সকল পাওনা |
 


0 Comments