মহঃ নুর হোসেন জমাদার 

রাজপথের  নাম গোত্র হীন 
এক জারজ সন্তান 
 
করুনা ভরা দুটি চোখ 
একটু চায় ত্রাণ 

হাঁসি নেই তার মুখে
কান্না ও ফুরিয়েছে 

জীবনের চরম জ্বালার ক্ষত 
তাকে পথে নামিয়েছে 
 
সমাজ তাকে দেয়নি পরিচয় 
ঘৃণা নিত্য উপহার 

সে একটা  জারজ  সন্তান                                                 তাই নিকৃষ্ট ব্যবহার 

আমাকে ও  শুধালো একদিন 
তার  প্রাণের কথা 

কি পাপ করলে তবে 
পায় এরূপ ব্যাথা 

নীরবে চাইলাম আকাশ পানে 
দয়াহীন এ পৃথিবী 

রুক্ষ সমাজের কাছে মিনতি 
অধিকারের কোরোনা ইতি |