বিভাগ - কবিতা, 

 কলমে-টাইফুন, ।

আই বি এন বাংলা।

 সম্প্রতি আমাদের মাধ্যে এক বিরল প্রজাতীর জীব করি অবলোকন | 

 পরজীবি হয় সে কিন্তু করতে হয় কাজ অনেক পথ করে অতিক্রমন |
 চাল চুলো লেই তার নেই কোনো বাহন | তবুও দেওয়া হয় নির্দেশ এই এই কাজ গুলি করবে এখন | 

পদব্রজে বা সাইকেলে দশ গাঁয়ের দিতে হবে খবর সেরোস্তায় গিয়ে |

 আচ্ছা বলুনতো এই কাজ একটি মানবের পক্ষে সম্ভব এই দেহ নিয়ে | 

জমিদার ভাবে বসে কেমন ব্যাটা পাচ্ছিস টের কেনো করিস বেশী বেশী রব | 

 এইবার তোদের পেয়েছি হাতে চুষে নিবো সব | 

 
কাঠ ফাটা রৌদ্রের দুপুরে বাইরে বেড়ানো দায় |

 সেইখানে এই বিরল প্রজাতী কেমন করে করে বিরল কাজ করে হায় হায় | 

 আমরা সকলেই প্রায় জীবনের পঞ্চাশ বসন্ত অতিক্রান্ত | 

তীব্র উম্লতায় প্রাণ বায়ু যদি বেরিয়ে যায় কে নেবে দায় ভার সেই নিয়ে মন ভারাক্রান্ত | 

 ইংল্যান্ডে বসে রাণি ভিক্টোরিয়া বলেই খালাস।

তার সব চামুচরা করে গজগজ না করেই খানা তল্লাস | 

এইতো চলছে ভিক্টোরিয়া ও কার্জনের জামানা | সব ক্ষেত্রেই হ-য-ব-র-ল কখন কি যে বলে নিজেই জানেনা |