মহঃ নুর হোসেন জমাদার ।

আই বি এন বাংলা।

বুঝিনা বাপু এসব নীতি 
সমাজে তব চলে 

শুনেছি তবে এখানে ওখানে 
আজব নীতি বলে 

চলার পথে খোঁজে একে 
জীবনের দীপ ভেবে 

প্রাণের গভীর অন্ধকারে তব 
একটু আলো দেবে 

এ জীর্ণ সমাজের নীতিমালা 
আমার কানে বাজে 

ভেবে আকুল জগতের জ্ঞান 
শূন্য আকাশের মাঝে 

ইতিহাস জানেনা এ কাহিনী 
রক্ত কালির লেখা 

শিক্ষিত মূর্খ সবাই বলে 
সমাজের কাছে শেখা

আমি কেবল দেখি জীবনতরী 
অচল নিয়মে বাধা 

এ জীবনের কঠিন সত্য 
এক অলীক ধাঁদা |