আই বি এন বাংলা
----
আপনাদের মনের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে,রাজনীতির ফাঁকে ধর্মনীতি এটা কিভাবে?কয়েক মাস আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে,সরকার ও গঠিত হয়েছে।
এই ভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে চলে আসছে স্বাধীনতার পর থেকে।বিভিন্ন জাতি,ধর্ম ,বর্ণের লোকের সমান অধিকার রয়েছে,আর এটা রক্ষা করার দায়িত্ব সরকারের এবং সমস্ত নাগরিকের।
দুঃখের বিষয় ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল গুলোর মধ্যে একটা ধর্মীয় মেরুকরণের প্রবণতা তৈরি হয়েছে,যেটা 'আমাদের গর্বের ভারতবর্ষের' গরিমায় আঘাত হানছে। রাজনৈতিক দলগুলো ফায়দা নেওয়ার জন্য 'ধর্মীয় সুড়সুড়ি 'কে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ধর্মের নামে এই অতিরিক্ত আবেগকে আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি,এটা একটা গণতান্ত্রিক দেশের কালো অধ্যাই বলা যেতেই পারে।
এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের উঠে আসতে গেলে আমরা সাধারণ নাগরিকদেরকে সজাগ থাকতে হবে,কারো প্ররোচনা মূলক মন্তব্যে পা না দেওয়া এবং দেশের স্বার্থে সকল নাগরিকের এক হয়ে কাজ করা।
আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্যমাত্রা রাখা উচিত 'কি ভাবে আমাদের দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ হবে'।
এখন সাধারণ মানুষের প্রশ্ন কবে এই ন্যাক্কারজনক খেলা থেকে তারা রেহায় পাবে?
0 Comments