প্রতিবেদক,
-
গত ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বহরমপুর রবীন্দ্রসদনে 'Association of Physicians of Murshidabad (A.P.M.)' এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হোলো।
সংগঠনের সেক্রেটারি ডাঃ মহম্মদ হামিদ আলি মহাশয় জানালেন মূলতঃ Knowledge Update এর উদ্দেশ্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বনামধন্য বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ আলোচনাতে অংশগ্রহণ করেছেন বক্তা এবং চেয়ারপার্সন হিসাবে।
থাইরয়েড ডিজর্ডার, গ্যাসট্রো এন্ট্রোলজি, হিমাটোলজি, নিউরোলজি,লিপিড ডিজর্ডার, ইনফেকশন, রিউমাটোলজি, ডায়াবেটিস, কার্ডিয়ো রেসপিরেটরি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাঁদের গভীর জ্ঞান সমৃদ্ধ বক্তব্য রেখেছেন। এছাড়া ডেঙ্গু ও ম্যালেরিয়া বিষয়ে প্যানেল ডিসকাশন করা হয়েছিল।
যেসকল ডাক্তারগণ অংশগ্রহণ করেছিলেন যথাক্রমে কৌশিক ঘোষ, সৌরভ দাস চৌধুরি, উত্তীয় ব্রহ্মচারি, পি কে অধিকারি, মাধব কুমার মন্ডল, অরবিন্দ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, শান্তনু ঘোষ, গোবিন্দ ব্যানার্জি, বিকাশ সরকার, সোমনাথ ব্যানার্জি, হুমায়ূন কবির, বিশ্বনাথ বিশ্বাস, অরিন্দম চক্রবর্তী, কৃষ্ণেন্দু চক্রবর্তী, সুদীপ্ত মন্ডল, অনিন্দ্য ব্যানার্জি, নন্দিনী চ্যাটার্জি, সঞ্চিতা সাহা, মানস কুমার রায়, অভীক দাস, উধাস চন্দ্র ঘোষ, জে মুখার্জি, সুপ্রতীক চক্রবর্তী, শ্রীকান্ত চ্যাটার্জি, অরিন্দম রায়, আর কে ব্রহ্মচারি, কপিলদেব মন্ডল, সমীর কুমার রায়, সুমিত চক্রবর্তী, শান্তি কুমার পাল, অতনু রায় চৌধুরী, পীযুষ কান্তি মন্ডল, দেবাশীষ ঘোষ, জয়ন্ত চোঙ্গদার, বিশ্বরূপ রায়, অনির্বান দাস, মতিয়ুর রহমান, সৈকত বটব্যাল, জয়দীপ গাঙ্গুলী, গোপাল চন্দ্র ঘোষ, বিশ্বজিত সাহা, মানস ঘোষ, পার্থপ্রতিম গুপ্ত, মহিউদ্দিন সেখ ও মহম্মদ হামিদ আলি প্রমুখ।
মেডিকেল কলেজে পাঠরত অনেক ছাত্র ছাত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ ও টিফিনের ব্যবস্থা করা হয়েছিলো।
0 Comments