আই বি এন বাংলা,
----
উপরের লেখাটা দেখে আপনারা বলবেন সৌন্দর্য্য শব্দটা তো জীব জগতের সঙ্গে খাপ খায়, তাহলে 'ভারতবর্ষ' এর সৌন্দর্য্য টা কী? সবার আগে বলি আমরা ভারতীয় হিসাবে গর্বিত,এখানে বিভিন্ন ধর্ম , বর্ণ,জাতি ,উপজাতির নাগরিক শান্তিতে বাসকরছেন একসাথে।
পৃথিবীর আর অন্য কোনো দেশে এই রকম বৈচিত্রের মধ্যে ঐক্য দেখা যায় না,এটা ভারতবর্ষের দ্বারাই সম্ভব।
এই বৈশিষ্ট্য টাকে আমাদের দেশের সৌন্দর্য্য বলে থাকে পৃথিবীর সবাই।
কিন্তু বর্তমানে কিছু অসৎ চরিত্রের লোকেরা নিজেদের স্বার্থে সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে,কখনও ধর্মের দোহায় দিয়ে,কখনও জাতপাতের নিরিখে যা সংবিধান বিরোধী কাজ।
সাম্প্রদায়িক দাঙ্গা,জাতিগত দাঙ্গা ইত্যাদি আমরা প্রায় সংবাদ মাধ্যমে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি ,এগুলো কি আমাদের সৌন্দয্য 'বৈচিত্রের মধ্যে ঐক্য' এর উপরে আঘাত করছে না? তাই আমাদের 'সংবিধান' কে সুরক্ষা করতেই হবে।
এর জন্য সাধারণ নাগরিক আমাদেরকে সজাগ থাকতে হবে ,যাতে কোনো রকমের কুচক্রীদের ফাঁদে পা না পড়ে।
আসুন আমরা বিভিন্ন ভেদাভেদ ভুলে দেশের সৌন্দর্য্য ফিরিয়ে দিই,এটা হোক আমাদের প্রতিজ্ঞা।
0 Comments