বাংলা লতিফা,। 



 প্রণব চৌধুরী |

 তবুও বলছি তোমায় মনে রেখ মোরে দিও স্থান মনের এক কোনে | 

তোমার উপস্থিতি মরা গাঙে আনে জোয়াড় তোলে হিল্লোল মনপ্রাণে | 

এতটুকু ছোঁয়া জাগায় শিহরন প্রাবল্য আনে গরম রক্ত শিরা ধমনীতে ।

 এখনও দেখি স্বপ্ন পাশে পেলে তোমায় |

 বদলে দিতে পারি দিন স্বচক্ষে দেখবে সবাই | 

কেমন করে এত সুন্দর দিন যাপন করা যায় |