মহঃ নুর হোসেন জমাদার ।

এ জ্ঞানের মহা তীর্থে বাজাও প্রাণের বাঁশি ।

লহ আজ শত প্রণাম জীবনের শুভ রাশি ।

দীপ্ত জ্ঞানের শত মহিমায় জ্বলছে প্রাণের আলো ।

মহা সমুদ্রের অফুরন্ত জলে প্রাণটা জুড়িয়ে নিল হে শিক্ষাগুরু জ্বালো প্রদীপ এ বদ্ধ দ্বারে শূন্য খাঁচা পূর্ণ করে জ্ঞান দাওয় ভরিয়ে |