আই বি এন বাংলা
------
একটা জিনিষ আমরা কম বেশি সবাই জানি,প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে আর এটাকে সাহিত্যের ভাষায় বললে ,'যারে তুমি রেখেছো পশ্চাদে সে তোমারে টানিবে পিছে'।
আমাদের মনে রাখতে হবে আমরা কোনো সম্পদ থেকে উপকার পেয়ে যদি ঐ সম্পদের রোক্ষনা-বেক্ষন না করি তাহলে আমাদের ক্ষতি কেউ আঁটকাতে পারবে না,হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন আমি প্রাকৃতিক সম্পদের কথা বলছি।
এটাই আমাদের অমূল্য সম্পদ।বিশ্বের ফুসফুস নামে পরিচিত আমাজন জঙ্গলের ৩০% পুড়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।এর ফলে অক্সিজেন এর যোগান কমেছে এবং বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইডের পরিমান বেড়েই চলেছে,এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্ব-উষ্ণায়ন এবং জলস্তর।
এর জন্যই পরিবেশবিদরা নড়ে চড়ে বসেছে ,কিন্তু মানুষ সর্বদা নিজের স্বার্থের কথাই ভাবে পরিবেশের কথা ভাবেই না।
যার জেরে ভুমিকম্প, সুনামি,বন্যা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় বার বার ঘটছে। তা সত্ত্বেও মানব জাতির অফুরন্ত শোষণের শিকার হয়েই চলেছে প্রকৃতি, গাছ কাটা হলো যার মধ্যে অন্যতম।এমন একটাও ব্যাক্তি নেই যে সে প্রাকৃতিক সম্পদের ভোগ করে না।
প্রকৃতি প্রেমী দের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদকে নিয়ে কি ঘটছে ? প্রাকৃতিক সম্পদ কার কত বেশি এই নিয়ে চলছে কূটনৈতিক লড়াই বিভিন্ন দেশের।
দুঃখ্যের বিষয় মানুষ প্রকৃতির প্রতি যত্নশীল নয়,তারা যেনো মেতে আছে অন্য কিছু নিয়ে,যেগুলো নেহাতই অপ্রাসঙ্গিক।কিন্তু' রাষ্ট্রসংঘ 'নামক একটি আন্তৰ্জাতিক সংস্থা প্রতি বছরই বিশ্ব পরিবেশ বাঁচাও সংক্রান্ত একটি মঞ্চ তৈরি করে, সেখানে কূটনীতিকরা পরিবেশ রক্ষা করা নিয়ে লম্বা চওড়া ভাষণ দেন।
সম্মেলন শেষে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি ঘটা করে প্রকাশিত হয়,কিন্তু বাস্তবায়ন কতটুকু হয়?শুধুমাত্র একজোট হয়ে পরিবেশ রক্ষা করতে হবে একথা বলে চলেছে বিশ্ব নেতৃত্ব।
আর কেউ না পারলেও প্রকৃতির পক্ষে জোরদার সওয়াল করেছেন সুইডেনের তরুণী 'গ্রেটা থরনবার্গ'।এই তরুনীই নিউইয়র্ক এ রাষ্ট্রসঘের জলবায়ু শীর্ষক আলোচনায় হুমকির সুরে বলেন,'পরিবেশ না বাঁচালে দেখে নেব'।এখানে 'দেখে নেব' এর মানেটা অবশ্য এরকম,তিনি জলবায়ু ইস্যুতে যেভাবে গোটা বিশ্বের মানুষকে একজোট করেছেন, সেই ভাবে প্রকৃতিকে বাঁচাতে তিনি চেষ্টা চালাবেন।
গ্রেটারে স্বার্থহীন প্রচেষ্টা বার্থ হলেও অন্তত তিনি প্রকৃতির কাছে সৎ থাকবেন,এটাই খুব প্রয়োজন ।
সুইডিশ তরুণীর মতো গোটা বিশ্বের মানুষকে প্রকৃতি রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে,এটা আমাদের আজথেকে শপথ নেওয়া উচিৎ।আশাকরি আমরা সবাই পরিবেশ রক্ষা করতে সচেষ্ট হব।
0 Comments