আই বি এন বাংলা,
-
---কিছু ধর্ম ব্যাবসায়ী নেতা সেজে মানুষের মধ্যে ধর্ম,জাত-পাতের ভিত্তিতে বিভেদ তৈরি করার চেষ্টা করলেও তা যে বিশেষ করে পশ্চিম-বাংলায় বার্থ হচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না।
আপনি বলবেন কেন অন্যান্য রাজ্যে সম্প্রীতি কি নেই,হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আমাদের রাজ্যের মতো কী?
আপনারা জানেন কিনা জানিনা কলকাতা মোহাম্মাদ আলী পার্কে দুর্গা পূজা উপলক্ষে জামাতে ইসলামীর মহিলা নেতৃত্বের সদস্যরা পূজার দিনগুলিতে জলের বোতল,ঔষধ,বই দান করলেন।
বলুনতো এইরকম কান্ড কোনো রাজ্যে দেখেছেন?এই মহৎ উদ্যোগ দেখে এক মণ্ডপ দর্শনার্থী বলেই ফেললেন এই কাজ আমরা প্রথম দেখলাম,এটা সত্যিই প্রশংসার যোগ্য।প্রত্যেকেই এই কাজকে সাদরে গ্রহণ করেছেন,এবং ভবিষ্যতে যেনো এরকম আরো কাজ করেন তার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এক মহিলা সদস্যা জানালেন এটা আমাদের ইসলাম ধর্মের আদর্শ,এটা আমরা শিখেছি নবী পাক(স.আ.) এঁর কাছ থেকে।তিনি আরো বলেন এই ধরণের কাজ করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ে,আমরা ভারত বাসী সকলে একসাথে থাকতে চাই।
0 Comments