সাহাবাজ হোসেন ,
বাংলাটা সে ভুলতে চলেছে অন্য ভাষার চাপে,
পাঠ্য বিষয়ে কত পেয়েছে
সবাই তা তুলাদাঁড়ী দিয়ে মাপে।
কেউ বুঝলোনা সেই ছেলেটির
বাংলার প্রতি কত টান,
সমাজ টা যে বড়ই কঠিন
কেউ দেবে না তোমার , বাংলা পছন্দের সম্মান |
ছেলেটি আজও কাঁদে
নির্জন নিরালায় অন্ধকারে ,
জন্মদাতা কে কথা দিয়েছে
সে ইঞ্জিঃনিয়ার হবে বলে।
এত নিন্দুকের মাঝে
যখন গ্রহণ করো বাংলার পাঠ্যবই ,
হে বিদ্রোহী,হে বাংলার পূজারি
তুমি পারবে দিতে নিন্দুকের মনে মই।
0 Comments