প্রতিবেদক ,আই বি এন বাংলা,
ভাবছেন মানুষ মরে ফানা হয়ে যাচ্ছে , আর কুকুর ! | আসলে আইন ও মানবতা চোখে দুটিই অপরাধ যা আমাদের ভাবা উচিত |
এই পৃথিবীতে আমাদের সকলের জীবন ধারণ করার সমান অধিকার আছে
কারো জীবন অকারনে শেষ করে দেওয়ার অধিকার আমাদের কারো নেই |
চাই সে মানুষ হোক অথবা অন্য কোন প্রাণী |
কেবল আজ সকালেই নিরীহ প্রাণীটির মৃতদেহ রাস্তার উপরে দেখেছি তাই নয় |
এমন ঘটনা অহরহ ঘটে চলেছে প্রতিটি সময়, প্রতিটি দিনে | কেবল কুকুর নয় আরো অন্যান্য প্রাণীদের এই অকাল মৃত্যুর জন্য দায়ী আমরাই |
কখনো বা অনিয়ন্ত্রিত গাড়ি চালানো অথবা তাদের বাসস্থান ধ্বংস করে, কখনো বা ইচ্ছাকৃতভাবে প্রাণী হত্যা নীলা চলেই রয়েছে | এই বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ অহরহ হত্যা করে চলেছে নিরীহ প্রাণীদের ভাবতেও অবাক লাগে |
আজ সকালের ঘটনাটা একেবারে তাজা | কোন এক অজ্ঞাত ব্যক্তির অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর ফলে মৃত্যু হল এক নিরীহ কুকুরের |
তার নিথর মৃতদেহটা পড়েছিল রাস্তার উপর |
মানুষ সব পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো, অনেকে "ইস ! "
বলে দুঃখ প্রকাশ করছিল আমিও তাই করেছিলাম তবুও তার সেই বীভৎস চেহারা এখনো আমার হৃদয়ে জ্বলজ্বল করছে , আর আমার মনুষ্যত্ব বারবার বলছে তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে আমাদের মতোই |
0 Comments