সাহাবাজ হোসেন,


যারা যোগান দেয় অন্যের মুখে অন্ন,

তাদের ক্ষুধা মেটাবার দ্রব্য খুবই জঘন্য।

কেউ নেই এই  অভাগা কৃষক বন্ধুর, 

ফসল ফলবার আগে,সরকার দিয়েছিল  মিথ্যা কৃষি ঋণ মুকুবের প্রতিশ্রুতি, 

সাধু বিক্রেতার  কাছে শিকার হয় যখন করে সার ক্রয়,
ন‍্যায‍্য মূল্য পায় না তারা , করে যখন ধান বিক্রয় ।

খরা বন্যায় বিনষ্ট ফসলে হয়েছে তাদের দুঃখ,
ঋণের চাপে ক্ষুধার ব্যাথায় , আত্মহত্যা করে তাদের মুক্ত |

কৃষক বন্ধুর, ফসল ফলবার আগে,সরকার দিয়েছিল মিথ্যা কৃষি ঋণ মুকুবের প্রতিশ্রুতি, সাধু বিক্রেতার কাছে শিকার হয় যখন করে সার ক্রয়, 

ন‍্যায‍্য মূল্য পায় না তারা , করে যখন ধান বিক্রয় । 

খরা বন্যায় বিনষ্ট ফসলে হয়েছে তাদের দুঃখ, ঋণের চাপে ক্ষুধার ব্যাথায় , আত্মহত্যা করে তাদের মুক্ত |