আই বি এন বাংলা,
-----
এন আর সি নিয়ে আপনি কি ভয় খাচ্ছেন?কেন বলুন তো এটা বাঘ না ভাল্লুক?আপনি এবার বলবেন তাহলে কি করবো?আসলে কি জানেন তো বাঙালিরা পরিণত হয়েছে হুযুগে বাঙালিতে, কিছু একটা শুনলে হয় তাই নিয়ে চলে মাতামাতি।
আরে জিনিসটা কী? খাবার না মাখার সেটা দেখার বাঙালিদের সময় নেই,যার জন্যই এত হইচই।আপনি জাতীয় পঞ্জিকরণে আছেন কিনা কথা তো বলবে আপনার মূল্যবান কাগছ, আপনারা কথা বলা বন্ধ করুন আর বিভিন্ন নাগরিকের প্রমান পত্রের কাগছ গুলোকে সংশোধন করুন।
অসমের পর এ রাজ্যে এন আর সি হতে চলেছে,এটা অনেকে ঠিকই ভাবছেন।আরে ধরুন আপনার পরীক্ষা আছে,তো কি হয়েছে? ভালো করে পড়ে পরীক্ষা দিন তবেই তো আপনি পাস করবেন।না হলে পরীক্ষা পরীক্ষা করে চেঁচাবেন আর পরীক্ষা হলে গিয়ে সাদা পাতা জমা দিয়ে ডাহা ফেল করবেন।
আর সেটাই আমরা করে কাগজপত্র সংশোধনের মূল্যবান সময় গুলো নষ্ট করছি। আপনি নিজে একটু ভাবুন,কারোর কথায় কান দেবেন না,কিছু মানুষ খবরের শিরোনামে আসার জন্য ভুলে ভরা বাজার গরম করা মন্তব্য করেন।আমরা জনসাধারণ সজাগ থাকলে কিছুই হবে না।
রাষ্ট্রের নাগরিকদের একটি সর্বাত্মক তালিকা প্রস্তুত হওয়া আক্ষরিক অর্থেই একটি ইতিবাচক বিষয়।জনকল্যানকর রাষ্ট্র মানেই এটা হতে পারে।রাষ্ট্রের পরিধির মধ্যে কে নাগরিক আর কে অবৈধ এটা পরিষ্কার হওয়া দরকার।
তাই ভয় খাবেন না,নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন দেখবেন N R C আতঙ্ক আর আপনাকে গ্রাস করবে না,এটা আমার দৃঢ় বিশ্বাস।
0 Comments