গোলাম মোর্তজা,

 আই বি এন বাংলা, ----------





নামটি কেউ যদি প্রথম শোনেন তাহলে ভাববেন ,তিনি শুধুই ধর্মটাকেই জানেন বোঝেন আর কিছুই জানেন না।

কিন্তু বাস্তব চিত্রটা পুরো বিপরীত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই,তেনার সেই বিখ্যাত উক্তিটি দেখলেই আমরা বুঝতে পারব"Every individual has a right to an education that will enable him to develop his faculties and live a full human life".

 তিনি পবিত্র কুরআন শরীফের যে ব্যাখ্যাগ্রন্থ লেখেন তার ভূমিকায় তিনি বলেন,'অতীতের সকল দিকের সহিত আমার যেমন ঘনিষ্ট পরিচয় রহিয়াছে,আধুনিক কালের চিন্তাধারার সহিত আমার সুস্পষ্ট পরিচয় ।

' শুধু কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রেই নয়,তিনি তাঁর সারা জীবনই আধুনিক ভাব ধারার প্রতি বিশেষ দায়বদ্ধ ছিলেন।তিনি সেই শিক্ষার উপর জোর দেন যে শিক্ষা মানুষকে আরও উদার করে। 

তিনি ১৮৮৮ সালে ১১ই নভেম্বর জন্ম গ্রহন করেন,মাত্র ১৪বছর বয়সে সে সময়ের বিখ্যাত 'মাখজান' পত্রিকায় তাঁর মূল্যবান লেখা সমূহ প্রকাশ হতে থাকে এবং অল্প বয়সেই তিনি খ্যাতি লাভ করেন।

অতঃপর নিজের পত্রিকা "আল-হিলাল"১৯১২সালের ১৩ই জুলাই প্রকাশিত হয়।

এই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল মানুষকে বিশেষ করে মুসলিমদেরকে জাতীয় জীবনের মেনস্ট্রিমে ফিরিয়ে আনা।

তিনি নিজেকে ভারতীয় হিসাবে গর্ববোধ করতেন।তিনি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি পুঁথিগত শিক্ষার থেকে কারিগরি শিক্ষার প্রতি বেশি জোর দিয়েছিলেন,শিক্ষার প্রতি তাঁর আধুনিক চিন্তা ভাবনা দেশবাসী ভুলতে পারে না।

তিনিই ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন এবং তিনি বিশিষ্ট প্রাবন্ধিকও ছিলেন।দেশের জন্য তাঁর অবদান কেউ ভুলতে পারে না।